নতুন দিল্লি, ১৯ নভেম্বর: পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (POK) থাকা টেরর লঞ্চ প্যাডগুলিতে ভারতীয় সেনা (Indian Army) হামলা চালিয়েছে বলে খবর প্রকাশ করেছিল কয়েকটি সংবাদমাধ্যম। যদিও ভারতীয় সেনাবাহিনী সেই দাবি খারিজ করে দিয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে সেনা কোনও হামলা চালায়নি। ভারতীয় সেনার মিলিটারি অপারেশনের ডিজি লেফটেন্যান্ট জেনারেল পরমজিৎ সিং (Lt Gen Paramjit Singh) এক বিবৃতিতে বলেছেন, এলওসি পেরিয়ে পাকিস্তাব অধিকৃত কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর পদক্ষেপ নেওয়ার রিপোর্টগুলি ভুয়ো।
বৃহস্পতিবার সন্ধেয় কয়েকটি সংবাদমাধ্যম দাবি করে যে ভারতীয় সেনা পাকিস্তান অধিকৃত কাশ্মীরে টেরর লঞ্চ প্যাডগুলিতে পিন-পয়েন্ট স্ট্রাইক চালিয়েছে। খবরে বলা হয় যে জঙ্গি শিবিরগুলিতে ভারী ক্ষয়ক্ষতি হয়েছে। গত কয়েকদিন ধরেই সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে সীমান্তে গোলাগুলি চালাচ্ছে পাকিস্তান সেনা। পাকিস্তানি বাহিনী সীমান্ত লাগোয়া গ্রামগুলিকে টার্গেট করছে। তাতে গত কয়েকদিনে বেশ কয়েকজন সেনা জওয়ান ও সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। আরও পড়ুন: Civil Suit Filed Against Barack Obama's Book: রাহুল গান্ধি, মনমোহন সিংকে অপমানের অভিযাগ, বারাক ওবামার বইয়ের বিরুদ্ধে উত্তরপ্রদেশে মামলা দায়ের
আজও জম্মুর নাগরোটা এলাকায় গুলির লড়াইয়ে চার জইশ-ই-মহম্মদ জঙ্গিকে নিকেশ করেছে নিরাপত্তা বাহিনী। সংঘর্ষে দুই পুলিশ কর্মী জখম হয়েছেন। জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক দিয়ে একটি ট্রাকে করে যাচ্ছিল চার জঙ্গি। নাগরোটার কাছে একটি টোল প্লাজায় সেই ট্রাকটিকে আটকায় নিরাপত্তা বাহিনী। তল্লাশি শুরু করতেই গুলির লড়াই শুরু হয়ে যায়। এর আগে গতকাল সন্ধেতেই জম্মু কাশ্মীরের পুলওয়ামায় নিরাপত্তা বাহিনীর জওয়ানদের টার্গেট করে জঙ্গিরা। তাদের ছোড়া গ্রেনেড লক্ষ্যভ্রষ্ট হয়ে রাস্তায় পড়ে। জখম হন ১২ জন সাধারণ নাগরিক।