১৪০ কোটি ভারতীয়র সম্মিলিত প্রচেষ্টার কারণে ভারত আজ বিশ্বর পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। রপ্তানির ক্ষেত্রেও চাহিদা বৃদ্ধি পেয়েছে অস্বাভাবিকভাবে।৭৭ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে লাল কেল্লা থেকে জাতির উদ্দেশ্যে বাষণে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
লাল কেল্লার মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী জানান, আগামী কয়েক বছরের মধ্যেই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে ভারতবর্ষ। দুর্নীতি সহ বেশ কিছু ইস্যুতে সরকার কড়া পদক্ষেপ নিয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।
তিনি জানান, "২০১৪ সালে আমরা যখন ক্ষমতায় এসেছিলাম, বিশ্ব অর্থনৈতিক স্থানে আমরা দশম স্থানে ছিলাম। বর্তামানে ১৪০ কোটি মানুষের প্রচেষ্টার জেরে আমরা আজ পঞ্চম স্থানে চলে এসেছি।এটা এমনি এমনি হয়নি, দেশের মধ্যে দুর্নীতির যে দৈত্য ছিল, আমরা তা বন্ধ করেছি এবং একটি শক্তিশালী সরকার গঠন করেছি। "
আমাদের প্রাথমিক লক্ষ্যে হবে মুদ্রাস্ফীতি কমানো। যাতে এই দেশের নাগরিকরা সমৃদ্ধশীল এবং পূর্ণভাবে জীবনযাপন করতে পারেন"।
“India will be in world’s top three economies in coming years, this is Modi’s guarantee,”: PM Modi from ramparts of Red Fort
Read @ANI Story | https://t.co/AoANHFAI6v#77thIndependenceDay #PMModi #Indianeconomy pic.twitter.com/TKzePBGDsu
— ANI Digital (@ani_digital) August 15, 2023