TMC MLA Manoranjan Byapari's Office (Photo Credit: X)

কলকাতা: তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী (TMC MLA Manoranjan Bepari)-র পার্টি অফিস (Party office) ভাঙচুর। বলাগড়ে জিরাট বাসস্ট্যান্ডের কাছে  মনোরঞ্জন ব্যাপারীর পার্টি অফিস বুধবার রাতেই ভাঙচুর হয়েছে বলে অভিযোগ, পাশাপাশি  বিধায়ক ঘনিষ্ঠ এক তৃণমূল পঞ্চায়েত সদস্যার বাড়িও ভেঙে দেওয়া হয়েছে বলে খবর। আরও পড়ুন:  PM Modi’s Gift: ১০ কোটিতম উজ্জ্বলা উপভোক্তার বাড়িতে পৌঁছল মোদির উপহার, ভিডিয়োতে দেখুন মীরাদেবীর প্রতিক্রিয়া

এই ঘটনার পিছনে বালাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী তৃণমূলের রাজ্য সম্পাদক ও হুগলি জেলা পরিষদের সদস্যা রুনা খাতুনকে নিশানা করেছেন। বুধবারই তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছিলেন, তাঁর উপর হামলা হতে পারে। গুলি চালানো হতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন।

দেখুন 

আজ মনোরঞ্জন ব্যাপারী ফেসবুক পোস্টে লেখেন, 'বলেছিলাম আমার উপর হামলা হতে পারে। আমার কথার বারো ঘন্টা কাটতে না কাটতেই রাত আঁধারে জিরাটের আমার বিধায়ক কার্যালয়ে উপরে হামলা হয়েছে। অফিসের লোকদের মেরে হাঁসপাতালে পাঠানো হয়েছে। দরজা জানালা ভাঙ্গা হয়েছে। আমি তখন কোলকাতায়। আমাকে সামনে পেলে হয়তো খুন করে দিতো।

প্রিয় বলাগড়ের আপামর জনসাধারণ এই যখন অবস্থা তখন আমি আমার বিধায়ক কার্যালয়ে কীভাবে যাব? কি করে বলাগড়ের জনগণকে পরিষেবা দেব?'