Photo Credits: ANI

অযোধ্যা: ৩০ ডিসেম্বর মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দর ও অযোধ্যাধাম রেলওয়ে স্টেশনের উদ্বোধনের পর তাঁর বাড়িতে গিয়ে চা খেতে খেতে গল্প করেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কথা বলেছিলেন বাড়ির ছোট থেকে বড় সবার সঙ্গে। এবার দেশের ১০ কোটিতম উজ্জ্বলা উপভোক্তা উত্তরপ্রদেশের (Uttar Pradesh) অযোধ্যার (Ayodhya) বাসিন্দা মীরা মাঝির (Ujjwala Yojana beneficiary Meera Majhi) বাড়িতে পৌঁছল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) পাঠানো ইংরাজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে লেখা চিঠি ও উপহার। যা পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েছেন মীরা দেবী ও তাঁর পরিবারের সদস্যরা। আরও পড়ুন: Y S Sharmila: কংগ্রেসে যোগ দিলেন অন্ধ্রপ্রদেশের ওয়াই এস আর তেলেঙ্গানা পার্টির প্রধান ওয়াই এস শর্মিলা (দেখুন ছবি ও ভিডিও)

সাংবাদিকদের মুখোমুখি হয়ে এপ্রসঙ্গে মারী দেবী বলেন, "আমি অত্যন্ত খুশি হয়েছি। প্রধানমন্ত্রী মোদি চিঠি দিয়ে নিউ ইয়ারের শুভেচ্ছা  (warm wishes on New Year) জানিয়ে আমাদের পরিবারের সঙ্গে দেখা করে যে তাঁর ভালো লেগেছে তার উল্লেখ করেছেন। আমাদের ছেলেমেয়েদের জন্য কিছু খেলনা ও ব্যাগ (toys and bags) পাঠিয়েছেন। ছেলেমেয়েরাও এই উপহার পেয়ে খুব খুশি হয়েছে। আমরা সমস্ত কিছুর জন্য তাঁকে ধন্যবাদ জানাতে চাই।" আরও পড়ুন: Karnataka Shocker: স্ত্রী ডিভোর্স দিতে না চাওয়ায় ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি, গ্রেফতার স্বামী

দেখুন ভিডিয়ো: