সিসিটিভি ফুটেজ (ছবিঃX)

কলকাতাঃ প্রথমে লাথি, তারপর ঘাড়ধাক্কা দিয়ে ঘর থেকে বের। এবার ভাইরাল ভিডিয়ো ঘিরে ফের বিতর্কে জড়ালেন প্রাক্তন আমলা তথা ডেবরার তৃণমূল বিধায়ক (TMC MLA) হুমায়ুন কবীর (Humayun Kabir)। সমাজমাধ্যমে এই ভিডিয়োটি পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ভিডিয়োটি। ভাইরাল ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, শীর্ষ কর্তার অফিসে ঢুকে তাঁর উপর চড়াও হয়েছেন তৃণমূল বিধায়ক। সোজা তাঁকে কলা ধরে মারছেন তিনি। লাথি এমনকী লাথি মেরে তাঁকে ঘর থেকে বের করে দেওয়া হচ্ছে।

ফের বিতর্কে হুমায়ুন কবীর, ভাইরাল ভিডিয়ো ঘিরে জোর জল্পনা

শুভেন্দু অধিকারীর অভিযোগ, "সিসিটিভি ফুটেজটি সল্টলেকের পশ্চিবঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য় ও বিজ্ঞান বিভাগের। গত ৩ জুলাই দুপুরে সেখানে গিয়েছিলেন তৃণমূল বিধায়ক। বিশ্ববিদ্যালয়ে গিয়ে সরাসরি অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার প্রলয় চক্রবর্তীর উপর চড়াও হন তিনি। তাঁকে বেধড়ক মারধর করা হয়।" এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই চড়ছে রাজনৈতিক পারদ। উল্লেখ্য, কিছুদিন আগেই কালীগঞ্জে ভোট হিংসায় বোমার আঘাতে নিহত কিশোরী তামান্নার মাকে টাকা তুলে দেওয়ার জন্য বিতর্কে জড়িয়েছিলেন কবীর। ফের আরও একবার বিতর্কে জড়ালেন তৃণমূল নেতা। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি লেটেস্টলি।

 সরকারি কর্তাকে লাথি, মারধর, সামনে এল তৃণমূল বিধায়কের 'কীর্তি', ভাইরাল ভিডিয়ো

ভাইরাল সিসিটিভি ফুটেজ