কলকাতা: রেশন বন্টন দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হয়ে ইডি হেফাজতে রয়েছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (West Bengal Minister Jyoti Priya Mallick)। এই বিষয়টি নিয়ে জ্যোতিপ্রিয় মল্লিককে আক্রমণ করেছিলেন বহরমপুরের কংগ্রেস সাংসদ ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। শনিবার কলকাতায় সাংবাদিক বৈঠকে এপ্রসঙ্গ উত্থাপন করে অধীর চৌধুরীকে তীব্র আক্রমণ করলেন পশ্চিমবঙ্গের শিশু ও নারীকল্যাণ মন্ত্রী এবং তৃণমূল নেত্রী শশী পাঁজা (West Bengal Minister and TMC leader Shashi Panja)।
এপ্রসঙ্গে তিনি বলেন, "অধীর রঞ্জন চৌধুরীর উচিত দুর্নীতির (corruption) বিরুদ্ধে লড়াই করা। কিন্তু তিনি কথা বলছেন যেন তিনি বিজেপির (BJP) পক্ষে আছেন। আইন অনুযায়ী, আপনি কাউকেই দোষী বলতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না অপরাধ (crime) প্রমাণ হচ্ছে। এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে কোনও কিছুই প্রমাণ হয়নি।" আরও পড়ুন: TMC MP Arjun Singh: বিভিন্ন দুর্নীতি নিয়ে নিজের দলের নেতা-নেত্রীদেরই কটাক্ষ অর্জুন সিং-এর! দেখুন কী বললেন ব্যারাকপুরের সাংসদ
দেখুন ভিডিয়ো:
#WATCH | Kolkata: West Bengal Minister and TMC leader Shashi Panja says, "Adhir Ranjan Chowdhury should fight against corruption...He talks as if he is from BJP...According to law, you cannot pronounce someone guilty until the crime is proven...Nothing has been proved (against… pic.twitter.com/TcDnlktyWE
— ANI (@ANI) November 11, 2023