House Collapse Incident: পাঞ্জাবের রূপনগরে বাড়ি ধসে তিন শ্রমিকের মৃত্যু, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে ১ শ্রমিক
Representational Image (Photo Credits: PTI)

নয়াদিল্লি: পাঞ্জাবের রূপনগরে (Rupnagar) একটি  বাড়ি ধসে তিন শ্রমিকের (Labourers) মৃত্যু হয়েছে এবং একজন ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ে রয়েছেন। পুলিশ সূত্রে খবর, শ্রমিকরা একটি পুরনো দোতলা বাড়ির লিন্টেল তুলতে গেলে এই দুর্ঘটনা ঘটে।

রূপনগরের সিনিয়র সুপারিনটেনডেন্ট পুলিশ গুলনীত সিং খুরানা জানিয়েছেন, ‘ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া পাঁচ শ্রমিকের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপ থেকে বের করার সময়ই দুজন মারা যান এবং জীবত দুজনের মধ্যে একজন হাসপাতালে নিয়ে যাওয়ার মারা যান, অন্য জনের হাসপাতালে চিকিৎসা চলছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া শ্রমিকের উদ্ধারের চেষ্টা চলছে। তিনি আরও জানিয়েছেন, ভবনটি ধসে পড়ার সঙ্গে সঙ্গে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। এই ঘটনায় মামলা হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন: Viral Video: দূরপাল্লার ট্রেনে উঠতে না পেরে কোচের দরজার কাঁচ ভাঙলেন যাত্রী, হুলুস্থুল কাণ্ড

বাড়ির মালিক রাজিন্দর কৌর জানান, ১৯৮৪ সালে বাড়ির কাঠামোটি তৈরি হয়েছিল। শ্রমিকরা বাড়ির লিন্টেল জ্যাক আপ করার কাজ করছিলেন।