বেঙ্গালুরু: কর্নাটকের (Karnatak) বেঙ্গালুরুর (Bengaluru) একটি ইঞ্জিনিয়ারিং কলেজে (an engineering college) সাংস্কৃতিক অনুষ্ঠান (cultural programme) চলছিল। সেইসময় পাকিস্তান জিন্দাবাদের (Pakistan Zindabad) স্লোগান দিয়ে সমস্যায় পড়ল এক ছাত্রী-সহ তিন পড়ুয়া।
শনিবার পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বেঙ্গালুরুর একটি ইঞ্জিনিয়ারিং কলেজের ক্যাম্পাসে সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। সেখানে এক ছাত্রী-সহ তিন পড়ুয়া পাকিস্তান জিন্দাবাদের স্লোগান দেয়। পরে এই ঘটনার ভিডিয়ো (video) সোশ্যাল মিডিয়াতে ভাইরাল (viral) হতেই কলেজ কর্তৃপক্ষের তরফে ওই তিন পড়ুয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করে।
অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫২ বি ও ৫০৫ (১) বি ধারায় মামলা দায়ের হয়েছে। পুলিশ ইতিমধ্যেই ওই পড়ুয়াদের প্রাথমিকভাবে জেরা করার পাশাপাশি তাদের মোবাইলগুলো নিজেদের হেফাজতে নিয়েছে। আর আগামী শনিবার তাদের ফের জেরা করার জন্য ডেকেছে।
পুলিশ সূত্রে খবর, প্রাথমিক জেরায় ওই পড়ুয়ারা জানিয়েছে যে তা সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীন মজা করার জন্য দুজন পড়ুয়া ওই স্লোগান দিয়েছিল। আর অন্যজন তার ভিডিয়ো করে। তারা না বুঝেই এই অপরাধ করে ফেলেছে তাই তাদের ক্ষমা করা হোক। এই ধরনের কোনও কাজ তারা আর কোনওদিন করবে না।
Bengaluru Police arrests 3 students of New Horizon College of Engineering after a video of them chanting 'Pakistan Zindabad' went viral on social media https://t.co/MXjJHb8fLl pic.twitter.com/T76xsmkwJa
— NDTV (@ndtv) November 19, 2022