সেনা জওয়ানদের সঙ্গে দিওয়ালি উৎযাপন করতে কচ্ছে সীমান্তবর্তী এলাকায় রয়েছেন (PM Narendra Modi)। সেখানেই সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো নিয়ে সেনা জওয়ানদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের কাছে দেশ সবকিছুর আগে। আমরা সকলেই দেশের নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছি। একটা রাষ্ট্রের শুরু তার সীমান্ত থেকেই শুরু হয়। তাই আমরা সীমান্ত এলাকায় উন্নয়ন করার একাধিক পদক্ষেপ নিচ্ছি। বিআরও (Border Roads Organization) ইতিমধ্যেই সীমান্ত এলাকায় ৮০ হাজার কিলোমিটার সড়ক নির্মান করেছে। লাদাখ, অরুনাচল প্রদেশের মতো গুরুত্বপূর্ণ এলাকায় রণনীতির জন্য এই প্রকল্পগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রধানমন্ত্রী আরও বলেন, "বিগত ১০ বছরে বিআরও সীমান্ত এলাকায় ৪০০-এর কাছাকাথি বড় সেতু নির্মান করেছে। বিভিন্ন প্রত্যন্ত, দুর্গম এলাকায় যোগাযোগ ব্যবস্থা উন্নত করার জন্য বিগত ১০ বছরে অটল এবং সেলার মতো টানেল তৈরি করা হয়েছে। এছাড়া আরও গুরুত্বপূর্ণ এলাকায় টানেল তৈরির কাজ দ্রুতগতিতে তৈরি করা হচ্ছে"।
Kachchh, Gujarat: PM Narendra Modi says, "Our resolve is 'Nation First.' The nation begins with its borders. Therefore, the development of border infrastructure is one of the country's top priorities..." pic.twitter.com/WB5CHXUxW6
— IANS (@ians_india) October 31, 2024