ব্যালোট পেপারে ভোট নিয়ে শাসক-বিরোধীর দীর্ঘদিনের তরজা চলছিল। অবশেষে শুক্রবার সুপ্রিম কোর্ট এই মামলায় নির্দেশ দেয় এখন আর ব্যালোট পেপার ফেরানো সম্ভব নয়। ফলে ইভিএমেই ভোট দিতে হবে দেশবাসীকে। এই বিষয়টি ভোটপ্রচারে উল্লেখ করে বিরোধীদের সমালোচনা শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।
এদিন বিহারের জনসভা থেকে তিনি বলেন, আজ সুপ্রিম কোর্টও ব্যালোট পেপারের বিপক্ষে মন্তব্য করেছে। দেশ এত এগিয়ে যাচ্ছে, প্রযুক্তি এত উন্নত হচ্ছে, আমরা ইভিএম, ভিভিপ্যাডে প্রযুক্তি আরও উন্নত করার প্রচেষ্টায় আছি। তারপরেও কিছু মানুষ ভোট লুট করার জন্য ব্যালোট পেপারকে সমর্থন করছে। তাঁদের বলে দিচ্ছি ব্যালোট পেপার কোনও মূল্যে আর ফেরত আসবে না।
Araria, Bihar: PM Narendra Modi says, "Today the Supreme Court has given a deep blow to those who intend to loot the ballot boxes, due to which all their dreams have been shattered. The Court has made it clear today that the era of ballot paper will not return..." pic.twitter.com/VxAfwccCiN
— IANS (@ians_india) April 26, 2024
প্রসঙ্গত, এদিন শীর্ষ আদলত ইভিএম-ভিভিপ্যাড প্রসঙ্গে বলেছে, ভোটারদের ভোটদানের পর অডিটের মাধ্যমে কোনওভাবেই ক্রস ভেরিফিকেশন করা যাবে না। এতে ভোটারদের গোপনীয়তা নষ্ট হবে। সবমিলিয়ে ভোটের মধ্যে সুপ্রিম কোর্টের এই নির্দেশ খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।