Gobind Das (Photo Credits: IANS)

গুরুগ্রাম, ৩০ মার্চ:  গুরুগ্রামে (Gurugram) মন্দির চত্বর থেকে উদ্ধার হল পুরোহিতের মুণ্ডুহীন দেহ। মৃতের নাম গোবিন্দ দাস (৮৫)।  চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গুরুগ্রামের কাদারপুর গ্রামের কবুতরওয়ালা মন্দিরে। ওই মন্দিরেই পুরোহিতের কাজ করতেন অশীতিপর গোবিন্দ দাস। আদতে উত্তরাখণ্ডের বাসিন্দা গোবিন্দ দাস, গত ৩৪-৩৫ বছর ধরে এই মন্দিরের পুরোহিত হিসেবেই কাজ করছিলেন।

পুলিশ জানিয়েছে, সকালে স্থানীয় বাসিন্দারা মন্দিরে পুজো দিতে গিয়েই প্রথম ঘটনাটি জানতে পারে। মন্দিরচত্বরে গোবিন্দ দাসের মুণ্ডুহীন রক্তাক্ত শরীর পড়ে থাকতে দেখে তারাই পুলিশে খবর দেয়। তৎক্ষণাৎ সেক্টর ৬৫ থানার পুলিশ ঘটনাস্থলে যায়। সঙ্গে ছিল ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল।তবে খুনের ঘটনা ঘটলেও মন্দিরের নগদ অর্থ, গয়না কিছুই চুরি যায়নি। তাতেই পুলিশের অনুমান, পুরনো কোনও শত্রুতার জেরে এই খুন।

এই প্রসঙ্গে এসিসিএ প্রবীণ মালিক স্বাদ সংস্থা IANS-কে জানিয়েছেন, “আমরা ঘটনার তদন্ত শুরু করেছি। খুনের মোটিভ এখনও জানা যায়নি। সমস্ত সম্ভাব্য দিক থেকেই খুনের কারণ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা হচ্ছে।”

গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, বয়সজনিত কারণে পুরোহিতের শরীর ভাল যাচ্ছিল না। বেশিরভাগ সময় তিনি বিছানাতে শুয়েই কাটিয়ে দিতেন। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সেক্টর-৬৫ থানায় খুনের অভিযোগ দায়ের করে তদন্তে নেমেছে পুলিশ।