প্রতীকী ছবি (Photo Credits: PTI)

করিমনগর, ৬ জুনঃ মন্দিরে পুজো দিতে গিয়ে মৃত্যু হল এক ভক্তের। তেলাঙ্গনার ভেমুলাবড়ায় রাজারাজেশ্বরা স্বামী মন্দিরে পুজো দিতে গিয়ে মঙ্গলবার মন্দির চত্বরেই মৃত্যু হয় ওই মহিলা ভক্তের। হৃদরোগে (Heart Attack) মৃত্যু হয়েছে লক্ষ্মীর।

আরও পড়ুনঃ ‘বালেশ্বর ট্রেন দুর্ঘটনায় তৃণমূলের ষড়যন্ত্র রয়েছে’, অভিযোগ শুভেন্দুর

জানা গিয়েছে, করিমনগর নিবাসী লক্ষ্মী সপরিবারে ভেমুলাবড়ায় রাজারাজেশ্বরা স্বামী মন্দিরে পুজো দিতে এসেছিলেন সোমবার। কিন্তু সেদিন মন্দিরে সাংঘাতিক ভিড় হওয়ায় ভগবানের দর্শন তাঁদের হয়ে ওঠেনি। তাই রাতটা মন্দিরের বাইরে থেকে মঙ্গলবার সাত সকালে পুজো দেবেন সিদ্ধান্ত নেন তাঁরা। সেই মত লক্ষ্মী এবং তাঁর পরিবার মন্দির চত্বরে সোমবার রাতে শুয়ে পড়েন।

কিন্তু লক্ষ্মীর ঈশ্বর দর্শন আর হল না। পরের দিন সকালে লক্ষ্মীর পরিবার ঘুম থেকে উঠে দেখেন তাঁর নিথর দেহ পড়ে রয়েছে পাশে। সঙ্গে সঙ্গে মন্দির কর্মীদের খবর দেয় তাঁর পরিবার। ভেমুলাবড়া মন্দির কর্মীরা এসে লক্ষ্মীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। হৃদরোগে ওই মহিলা ভক্তের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।