নয়াদিল্লিঃ এবার নাবালকের (Minor Boy) বিরুদ্ধে সহপাঠীকে (Classmate) ধর্ষণের (Rape) অভিযোগ। অন্তঃসত্ত্বা (Pregnant) হয়ে পড়ল নির্যাতিতা। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে গত মে মাসে। তবে অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি সম্প্রতি প্রকাশ্যে আসায় পুলিশের দ্বারস্থ পরিবার। ইতিমধ্যে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সহপাঠীকে ধর্ষণ, থানের স্কুলে হাড়হিম করা ঘটনা
জানা গিয়েছে, ওই নাবালক ও নাবালিকা মহারাষ্ট্রের থানের বাসিন্দা। নাবালকের বয়স ১৪। একই স্কুলে পড়াশোনা করত তারা। অভিযোগ, মে মাসের একদিন নাবালিকাকে নিজের বাড়িতে ডাক ১৪ বছরের ওই নাবালক। সেখানেই নাবালিকার উপর শারীরিক নির্যাতন চালানো হয়। এরপর ভয়ে কাউকে কিচ্ছু বলেনি ওই নাবালিকা। কিন্তু সম্প্রতি তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানাজানি হতে পরিবারকে সমস্তটা খুলে বলে সে। এরপরই পুলিশের দ্বারস্থ হয় নির্যাতিতার পরিবার। নাবালিকার অভিযোগের ভিত্তিতে সহপাঠীর বিরুদ্ধে প্রোটেকশন অফ চাইল্ড ফ্রম সেক্সুয়াল অফেন্সেস বা পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
১৪ বছরের নাবলের বিরুদ্ধে সহপাঠীকে ধর্ষণের অভিযোগ, অন্তঃসত্ত্বা নির্যাতিতা
🚨 🚨 #BreakingNews Teen Raped, Impregnated By Schoolmate In Thane https://t.co/nVcV6jcAL2
A 14-year-old girl was raped and impregnated allegedly by her schoolmate in Bhiwandi town of Maharashtra's Thane district, police said on Saturday.#TrendingNews #BigBreaking
— Instant News ™ (@InstaBharat) July 12, 2025