চেন্নাই, ২৯ ডিসেম্বর: বছর ১৭-র পড়ুয়াকে বিয়ে করায় POCSO আইনে গ্রেপ্তার হলেন এক মহিলা। ঘটনাটি তামিলনাড়ুর পেরামবালুর জেলার। সোমবার রাতে বাড়ি থেকেই মহিলাকে গ্রেপ্তার করে পুলিশ। জানা গেছে, ওই মহিলা টিচার্স ট্রেনিং কোর্স করতে গিয়ে বছর দুয়েক আগে ১৫ বছরের কিশোরের প্রেমে পড়েন। ভিক্রমঙ্গলমের সরকারি হাইস্কুলে প্রশিক্ষণ সেরে ফিরে আসার পরও ওই পড়ুয়ার সঙ্গে শিক্ষিকার যোগাযোগ ছিল।গত ২২ অক্টোবরে গঙ্গাইকোন্ডাচোলাপুরমে অভিভাবকদের না জানিয়েই বিয়ে সেরে ফেলেন দু’জনে। বিয়ের পর মুঙ্গিলাপাডিতে দিদার ফাঁকা বাড়িতে নতুন বউকে নিয়ে তোলে ওই কিশোর। বাড়িতে তালা লাগানো থাকলেও কিশোর জানত চাবি কোথায় রয়েছে। তাই তালা খুলে সেই বাড়িতে সময় কাটায় নবদম্পতি।আরও পড়ুন- Winter In West Bengal: বর্ষশেষে মেঘলা আকাশ, উধাও শীত
এদিকে রাত হয়ে গেলেও ছেলে বাড়িতে না ফেরায়, তাকে মা ফোন করেন। তখনই দানতে পারেন বিয়ে করে দিদার বাড়িতে উঠেছে ওই কিশোর। সে মাকে বোঝানোর চেষ্টা করে ২ বছরের প্রেমের সম্পর্ক। তবে মা জানিয়ে দেন। তাদের দুজনের একসঙ্গে থাকা পরিবার মেনে নেবে না। এর যুগলে আত্মহত্যার সিদ্ধান্ত নেয় বিষও খেয়ে ফেলে। তবে ছেলেটির উপস্থিত বুদ্ধিতে তারা প্রাণে বেঁচে যায়। ফের ফিরে আসে ওই বাড়িতে।
অন্যদিকে ছেলে বাড়ি ফিরতে না ফিরতে বাবা ওই মহিলার বিরুদ্ধে নাবালক পুত্রকে ফুসলয়ে বিয়ে করার অভিযোগ এনে থানায় এফআইআর করেন। এই অভিযোগের ভিত্তিতে মহিলাকে POCSO আইনে গ্রেপ্তার করা হয়। তাঁকে আদালত বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে।