নয়াদিল্লিঃ দেশজুড়ে আতঙ্ক ছড়াচ্ছে কফ সিরাপ(Cough Syrup)। ইতিমধ্যেই রাজস্থান (Rajasthan) ও মধ্যপ্রদেশে (Madhya Pradesh) কফ সিরাপ পান করে মৃত্যু হয়েছে বহু শিশুর। আর এই আবহে এবার রাজ্যে 'কোল্ডরিফ (Coldrif)' নামক সিরাপ নিষিদ্ধ করল তামিলনাড়ু (Tamil Nadu) সরকার। এই বিষয়ে জারি হল সতর্কতা। সেই সঙ্গে সমস্ত ওষুধের দোকান থেকে এই সিরাপ সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।
দেশজুড়ে সিরাপ আতঙ্ক, এই রাজ্যে বাতিল বিষাক্ত কোল্ডরিফ
এছাড়া খাদ্য সুরক্ষা ও ওষুধ প্রশাসন বিভাগের তরফে জানানো হয়েছে, তামিলনাড়ুর বিভিন্ন এলাকায় এই সিরাপ প্রস্তুতকারী কারখানাগুলির কাছে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে নির্দেশিকা। শুক্রবারই এই সিরাপ নিয়ে দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির উদ্দেশে নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। ২ বছরের কম বয়সী কোনও শিশুকে এই সিরাপ খাওয়ানো যাবে না বলে জানানো হয়েছে স্বাস্থ্যমন্ত্রকের তরফে। উল্লেখ্য, বিগত কয়েকদিনে মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা ও রাজস্থানের সিকারা জেলায় এই সিরাপ খেয়ে শিশুমৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার পর্যন্ত শুধুমাত্র ছিন্দওয়ারাতেই মৃত্যু হয়েছে ৯ শিশুর। সিরাপ খেয়ে অসুস্থ আরও ১০ শিশু। এই ঘটনা প্রকাশ্যে আসতেই আতঙ্ক ছড়িয়েছে গোটা দেশে। ইতিমধ্যেই এই সিরাপের নমুনা সংগ্রহ করে পাঠানো হচ্ছে সরকারি ল্যাবরেটরিতে। ওই ওষুধে ‘ডাইথিলিন গ্লাইকল’ নামের বিশেষ রাসায়নিকটি আছে কিনা তা পরীক্ষা করে দেখা হচ্ছে।
এই রাজ্যে বাতিল 'বিষাক্ত কোল্ডরিফ'
Tamil Nadu Bans 'Coldrif' Cough Syrup After Child Deaths In Madhya Pradesh, Rajasthan https://t.co/vGDI1C7Yvt pic.twitter.com/nuujDssV5O
— NDTV (@ndtv) October 3, 2025