Taj Mahal (Photo Credit: Wikipedia)

নয়াদিল্লিঃ ফের নয়া নজির গড়ল মুঘল সম্রাট শাহাজাহানের গড়া সমাধিসৌধ তাজমহল (Taj Mahal)। তবে এবার দেশ ছাড়িয়ে বিশ্বরেকর্ড গড়ল মুমতাজের স্মৃতিতে বানানো এই স্মৃতিসৌধ।ভারতের অন্যতম জনপ্রিয় পর্যটন স্থল ছিল তাজমহল। এবার ২০২৪-২৫ অর্থবর্ষে টিকিট কেটে দেখতে আসা মনুমেন্টগুলির মধ্যে মধ্যে সবার প্রথমে এল আগ্রার তাজমহলের নাম। সম্প্রতি পর্যটন মন্ত্রকের তরফে একটি ডেটা পেশ করা হয়েছে। তাতে দাবি করা হয়েছে, চলতি অর্থবর্ষে তাজমহলে মোট ৬.৯ মিলিয়ন দর্শক এসেছেন।

পরিসংখ্যান বলছে,এই দর্শকদের মধ্যে একটা বড় অংশ বিদেশি পর্যটকেরা। ৬.৯ মিলিয়ন দর্শকের মধ্যে .২৬ মিলিয়ন দেশি পর্যটক এবং ০.৬৪৫ মিলিয়ন বিদেশি পর্যটক এসেছেন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পাওয়া তাজমহল দেখতে। উল্লেখ্য, পর্যটকদের পছন্দের নিরিখে দেশের অন্যান্য জনপ্রিয় স্থানগুলি হলো ওডিশার কোনার্কের সূর্য মন্দির, দিল্লির কুতুব মিনার। চলতি বছরে এখনও পর্যন্ত দিল্লির কুতুব মিনারে এসেছেন ৩.২০ মিলিয়ন দর্শনার্থী। ওড়িশার নার্কের সূর্য মন্দির দর্শনে এসেছেন ৩..৫৭ মিলিয়ন দর্শনার্থী। প্রসঙ্গত,  ১৬৩১ থেকে ১৬৪৮ সালের মধ্যে সম্রাট শাহজাহান তাঁর স্ত্রী মুমতাজের স্মরণে এই স্মৃতি সৌধটি বানিয়েছিলেন। আগ্রার বুকে সাদা মার্বেল দিয়ে গড়ে তোলা হয় এই অপরূপ সুন্দর স্মৃতিসৌধটি।

উৎসবের মরশুমে বিশ্বরেকর্ড গড়ল প্রেমের প্রতীক তাজমহল