প্রতীকি ছবি

মুম্বই, ১৭ জুন: এবার থেকে ড্রোনের মাধ্যমে আপনার ব্যাকনিতে খাবার পৌঁছে দেবে সুইগি (Swiggy)। ড্রোনের মাধ্যমে সুইগির খাবার পৌঁছে দিতে আরনা টেকনলোজির যে উদ্ভাবন,তা প্রতিরক্ষা মন্ত্রকের ছাড়পত্র পেয়েছে বলে জানানো হয়েছে সংশ্লিষ্ট সংস্থার তরফে। DGCA-র তরফে বিষয়টি পরীক্ষা নিরীক্ষার পর এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে খবর। এবার থেকে ব্যালকনিতে দাঁড়িয়ে দড়ি ফেলে আপনাকে নীচে থেকে খাবার তুলে আনতে হবে না।

আরও পড়ুন: Mahua Moitra: 'আঙ্কলজি দিল্লি যাচ্ছেন, আর ফিরবেন না', রাজ্যপালকে বিঁধলেন তৃণমূলের মহুয়ার

ড্রোনের ( Drones) মাধ্যমে খাবার পৌঁছনো শুরু হলে, সরাসরি তা আপনার কাছে পৌঁছে যাবে বলেই মনে করছে সুইগি। খুব শিগগিরই এ বিষয়ে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে কাজ শুরু করা হবে বলে জানা যাচ্ছে সুইগির তরফে।

তবে ভারতের (India) কোথায় কোথায় ড্রোনের মাধ্যমে সুইগি খাবার পৌঁছে দিতে পারবে, সে বিষয়ে স্পষ্টভাবে একনও কিছু জানা যায়নি।