Swati Maliwal-Bibhav Kumar Fight Video (Photo Credits: X)

মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) সঙ্গে দেখা করতে তাঁর বাসভবনে গিয়ে তাঁরই সহকারীর কাছে শারীরিক হেনস্থা হওয়ার বিস্ফোরক অভিযোগ তুলেছেন আপ সাংসদ স্বাতী মালিওয়াল (Swati Maliwal)। সেই অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ (Delhi Police)। ১৩ মে সোমবার কেজরিওয়ালের বাসভবনের অন্দরে স্বাতী এবং বৈভব কুমারের (মুখ্যমন্ত্রী সহকারী) মধ্যে বচসার সেই ভিডিয়ো শুক্রবার উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায় (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি লেটেস্টলি বাংলা)। সেই ভিডিয়ো ঘিরে শুরু হয়েছে তোলপাড়। সেখানে দেখা যাচ্ছে, স্বাতী এবং বৈভব বাগবিতণ্ডার জড়িয়েছেন। সাংসদকে বাইরে যেতে অনুরোধ করছেন বৈভব। সোফায় বসে স্বাতী তাঁকে গায়ে হাত দিলে পুলিশকে ফোন করার হুমকি দিচ্ছেন। সেই সঙ্গে স্বাতীকে বলতে শোনা যায়, বৈভবের চাকরি যাতে যায় সেই ব্যবস্থাও করবেন তিনি।

আরও পড়ুনঃ Bibhav Kumar: বিভাব কুমারের বাসভবনে ঢোকার অনুমতি পেল না! খালি হাতেই ফিরতে হল দিল্লি পুলিশকে

দেখুন ভাইরাল হওয়া ভিডিয়ো...  

ভাইরাল হওয়া ভিডিয়োতে বার বার বৈভবকে বলতে শোনা যাচ্ছে, 'আমরা অনুরোধ করছি আপনি বাইরে যান। এখন মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করা সম্ভব নয়'। স্বাতী বাইরে যাবেন না, এবং তখনই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জেদ ধরে সেখানে বসে থাকেন। উলটে বৈভবকে এও হুমকি দেন, তাঁর গায়ে হাত দিয়ে বের করে দেওয়ার চেষ্টা করলে সহকারী পদের চাকরি খোয়াবেন বৈভব। তিনি পুলিশকেও ফোন করেছেন বলে হুমকি দেন। স্বাতীকে বৈভবের উদ্দেশ্যে কুমন্তব্য করতেও শোনা গিয়েছে। দুই পক্ষের বচসার সেই ভিডিয়ো ভাইরাল হতে নতুন করে রাজধানীর রাজনৈতিক তরজা তুঙ্গে পৌঁছেছে।