Sandeshkhali Case: ধর্ষণ নিয়ে নোংরা রাজনীতি করেছে বিজেপি! সন্দেশখালির মহিলাদের অভিযোগ প্রত্যাহার প্রসঙ্গে মন্তব্য মন্ত্রী শশী পাঁজার

কলকাতা, ৯ মে: আবারও খবরের শিরোনামে সন্দেশখালি (Sandeshkhali)। মাসখানেক আগে এলাকার মহিলাদের ধর্ষণের ঘটনায় উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি। সেই অভিযোগে গ্রেফতার হয়েছিলেন স্থানীয় তৃণমূল নেতা শাহজাহান শেখ। এবার সেই ধর্ষণের অভিযোগগুলি মিথ্যা বলে দাবি করছেন সেই মহিলারাই। বিজেপি নেতারা চাপ দিয়ে এরকম ঘটনা ঘটিয়েছে বলে দাবি তাঁদের। এবার এই নিয়ে আবারও উত্তাল বঙ্গ রাজনীতি। বৃহস্পতিবার রাজ্যের মন্ত্রী শশী পাঁজাও (Shashi Panja) এই প্রসঙ্গে সরব হন।

তৃণমূল নেত্রীর দাবি, "স্ট্রিং অপারেশন থেকেই পরিস্কার সন্দেশখালির ঘটনা সাজানো। এবার এলাকার মহিলারাও বলছেন বিজেপি চাপ দিয়ে এইসব করিয়েছে। এমনকী বিজেপি মহিলাদের থেকে সাদা কাগজে সই করিয়ে নিয়ে মিথ্যা অভিযোগ পুলিশের দায়ের করেছিল। এখন সেই মহিলারাই অভিযোগ প্রত্যাহার করছে। এইসব করে বাংলার মহিলাদের অপমান করছে বিজেপি নেতারা। ধর্ষণ নিয়ে নোংরা রাজনীতি করছে তাঁরা"।

পাশাপাশি শশী পাঁজা আরও বলেন, "সন্দেশখালি কাণ্ডের আসল তথ্য সামনে আসতেই রাজ্যের মহিলারা প্রতিবাদে সরব হয়েছে। গত বুধবার বাঁকুড়ায় বিজেপির জনসভাতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেখানে তৃণমূলের মহিলা কর্মীরা প্রতিবাদ দেখায়। আর সেই দেখে মেজাজ হারায় শুভেন্দু। তাঁদের উদ্দেশ্যে অকথ্য ভাষায় গালাগালি দেন। এই ব্যবহার করে ফের বাংলার মহিলাদের অপমান করলেন রাজ্যের বিরোধী দলনেতা"।