নয়াদিল্লি: ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি এবং তাঁর স্ত্রী, রাজ্যসভা সদস্য ও লেখিকা সুধা মূর্তি (Sudha Murty) তাঁদের পরিবারসহ কর্ণাটক সরকারের চলমান জাতি ভিত্তিক গণনায় অংশগ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছেন।
কর্ণাটক সরকারের পক্ষ থেকে কর্ণাটক স্টেট কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস (KSCBC) দ্বারা এই জরিপ পরিচালিত হচ্ছে, যাতে ধর্ম, জাতি, শিক্ষা, অর্থনৈতিক অবস্থা ইত্যাদি ৬০টি প্রধান প্রশ্ন এবং ২০টি উপ-প্রশ্ন রয়েছে। এটি সামাজিক-শিক্ষাগত-রাজনৈতিক পরিকল্পনার জন্য গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের উদ্দেশ্যে চালু করা হয়েছে। জরিপটি স্বেচ্ছামূলক এবং কর্ণাটক হাইকোর্টের ২৫ সেপ্টেম্বরের নির্দেশ অনুসারে কাউকে জোর করে অংশগ্রহণ করানো যাবে না। আরও পড়ুন: Srilanka PM Visit India: প্রথম ভারত সফরে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ডঃ হরিণী অমরাসুরিয়া, প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে করবেন সাক্ষাৎ (দেখুন ভিডিও)
সুধা মূর্তির পরিবারের তরফ থেকে চিঠিতে লেখা হয়েছে, ‘আমরা এবং আমাদের পরিবার জরিপে অংশ নেব না, এবং এই চিঠির মাধ্যমে তা নিশ্চিত করছি।’
Infosys Chief Narayana Murthy, Sudha Murty Decline Participation in Karnataka State Socio-Economic Survey.
When approached by survey officials, the couple stated they do not wish to be part of it.
They wrote their response on the survey form provided by the officials. pic.twitter.com/ZWb5nQeMhM
— Rahul Shivshankar (@RShivshankar) October 16, 2025