রাজস্থান: কোটায় ফের আত্মহত্যা, সোমবার রাজস্থানের কোটায় (Kota) ১৮ বছর বয়সী জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার্থী (JEE) আত্মহত্যা (Suicide) করেছেন। কিশোরী তাঁর বাবা-মায়ের জন্য একটি হৃদয়বিদারক সুইসাইড নোট (Heart-Wrenching Suicide Note) রেখে গিয়েছেন। পুলিশের উদ্ধার করা সুইসাইড নোটে নীহারিকা নামের কিশোরী নিজেকে খারাপ মেয়ে বলে অভিহিত করেছেন।
দেখুন
Another suicide in Kota!
So sad to see know about such news.
In 2023 alone, there had been atleast 23 suicides.@KanoongoPriyank ji, can we do something on this?
CC: @NCPCR_ @BhajanlalBjp pic.twitter.com/Pamh4kwH5k
— Shashank Shekhar Jha (@shashank_ssj) January 29, 2024
কোটায় এক সপ্তাহেরও কম সময়ে এটি দ্বিতীয় আত্মহত্যার ঘটনা। কোটায় গত ২৩ জানুয়ারি ১৯ বছর বয়সী এক ছাত্রকে তাঁর হোস্টেলের ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। নিহতের নাম মহম্মদ জাইদ, তিনি উত্তরপ্রদেশের মোরাদাবাদের বাসিন্দা। আরও পড়ুন: Mumbai: মুম্বইয়ে ড্রেনের ভিতর থেকে উদ্ধার শিশুকন্যা, শোরগোল মালাদ এলাকায়
উল্লেখ্য, কোটায় ২০২৩ সালে ২৯ জনত্ পড়ুয়া আত্মহত্যা করেছিল৷ একাডেমিক চাপের কারণে ছাত্রদের মানসিক স্বাস্থ্য সমস্যা দেখে পড়ুয়ারা বাবার এই ভয়ঙ্কর পদক্ষেপ বেঁছে নিচ্ছে।