‘Mummy, Papa, I Can't Do JEE’: কোটায় ফের মৃত্যু, ‘আমি হেরো’, মা-বাবাকে চিঠি লিখে আত্মঘাতী কিশোরী
Heart-Wrenching Suicide Note (Photo Credit: X)

রাজস্থান: কোটায় ফের আত্মহত্যা, সোমবার রাজস্থানের কোটায় (Kota) ১৮ বছর বয়সী জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার্থী (JEE) আত্মহত্যা (Suicide) করেছেন। কিশোরী তাঁর বাবা-মায়ের জন্য একটি হৃদয়বিদারক সুইসাইড নোট (Heart-Wrenching Suicide Note) রেখে গিয়েছেন। পুলিশের উদ্ধার করা সুইসাইড নোটে নীহারিকা নামের কিশোরী নিজেকে খারাপ মেয়ে বলে অভিহিত করেছেন।

দেখুন

 

কোটায় এক সপ্তাহেরও কম সময়ে এটি দ্বিতীয় আত্মহত্যার ঘটনা। কোটায় গত ২৩ জানুয়ারি ১৯ বছর বয়সী এক ছাত্রকে তাঁর হোস্টেলের ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। নিহতের নাম মহম্মদ জাইদ, তিনি উত্তরপ্রদেশের মোরাদাবাদের বাসিন্দা। আরও পড়ুন: Mumbai: মুম্বইয়ে ড্রেনের ভিতর থেকে উদ্ধার শিশুকন্যা, শোরগোল মালাদ এলাকায়

উল্লেখ্য, কোটায় ২০২৩ সালে ২৯ জনত্ পড়ুয়া আত্মহত্যা করেছিল৷ একাডেমিক চাপের কারণে ছাত্রদের মানসিক স্বাস্থ্য সমস্যা দেখে পড়ুয়ারা বাবার এই ভয়ঙ্কর পদক্ষেপ বেঁছে নিচ্ছে।