নয়াদিল্লি: মেটার নিয়ন্ত্রণাধীন মেসেজিং অ্যাপ (Meta-owned messaging app) হোয়াটসঅ্যাপ (WhatsApp) নিয়ে এল একটি নতুন ফিচার (feature)। যার সাহায্যে নিজের অ্যানিমেটেড অবতার (animated avatars) এবার নিজেই তৈরি করতে পারবেন ব্যবহারকারীরা। পাশাপাশি সেই অ্যানিমেটেড নিজস্ব অবতারগুলি ব্যবহার করতে পারবেন নিজেদের প্রোফাইলের ছবি (profile photos) হিসেবে। অথবা এর বদলে ব্যবহার করতে পারবেন ৩৬টি নানা ধরনের অনুভূতি ও অ্যাকশনের স্টিকারও। আরও পড়ুন: TikTok: আমেরিকায় ইন্ডিয়ানায় টিকটকের বিরুদ্ধে মামলা, জাতীয় নিরাপত্তার জন্য বিপদজনক এই অ্যাপ বলল এফবিআই
এপ্রসঙ্গে একথা বলা যায় যে এই ফিচারটি নতুন নয়। আগে থেকেই এই ফিচারটি ব্যবহার করছে ফেসবুক (Facebook) ও ইনস্টাগ্রাম (Instagram)। আপনি যদি এই নতুন ফিচারটি ব্যবহার করতে চান তাহলে এখনই অ্যাপেল অ্যাপ স্টোর (Apple's App store) বা গুগুল প্লে স্টোর (Google Play Store) থেকে আপডেট (update) করুন নিজের হোয়াটসঅ্যাপ।
কীভাবে তৈরি করবেন হোয়াটসঅ্যাপ অবতার:
১) প্রথমে আপনার ফোনে থাকা হোয়াটসঅ্যাপটি খুলুন।
২) এরপর মেসেজ বক্স থেকে একটি চ্যাট খুলে স্টিকারে ট্যাপ করুন।
৩) আইওএসের ক্ষেত্রে চ্যাট বক্সের মধ্যেই স্টিকার অপশনটা পাবেন। যেখানে আপনি মেসেজ টাইপ করেন।
৪) আর অ্যান্ড্রয়েড ফোনে স্টিকার অপশনটি পাবেন ইমোজি ট্যাবের পরে যেটি থাকে জিআইএফের পরে।
৫) এবার অবতারে ট্যাপ করে নতুন অবতার তৈরি করতে এগিয়ে চলুন।
এরপরই খুলে যাবে নতুন একটি পেজ। সেখানে আপনাকে হোয়াটসঅ্যাপে নতুন অবতার খোলার জন্য বলা হবে। তাই আপনাকে গেট স্টার্টেড লেখাটিতে ট্যাপ করতে হবে।
১) প্রথমে অবতারে ক্লিক করুন তারপর ক্লিক করুন ব্রাউজ স্টিকারগুলিতে।
২) স্কোল করে নিজের অবতার খুঁজে নিন যেটা আপনি চ্যাটে পাঠাতে চান।
৩) একটি স্টিকার ও চ্যাট সিলেক্ট করুন যেটা আপনি পাঠাতে চান।
৪) তাড়াতাড়ি অ্যাকসেস করার জন্য আপনি আপনার প্রিয় অবতার স্টিকারটিও সেভ করে রাখতে পারেন।
কীভাবে হোয়াটসঅ্যাপ প্রোফাইল ফটো হিসেবে সেট করবেন অবতার
১) সেটিংয়ে গিয়ে অবতারে ক্লিক করুন এবং ক্লিক করুন ক্রিয়েট প্রোফাইল ফটোতে।
২) এডিট সেকশনে গিয়ে ইউজ অবতার লেখাটিতে ট্যাপ করুন তারপর সিলেক্ট করুন আপনি যে অবতারের মুখটি ব্যবহার করতে চান নিজের প্রোফাইল ফটো হিসেবে তার উপর।
৩) দেখুন আপনার প্রোফাইল ফটোটি আপডেট হয়ে গেছে।