Mamata Banerjee (Photo Credit: Facebook)

কলকাতাঃ মোদী সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা না দেওয়ার অভিযোগে বারেবারে কেন্দ্রকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে রাজ্য। এরপরই বাংলার মানুষের মাথার ছাদ পাকা করতে 'বাংলার বাড়ি প্রকল্প' চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পের প্রথম কিস্তির টাকা আগেই পাঠানো হয়েছে রাজ্য সরকারের তরফে। এবার ১২ লক্ষ উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হবে দ্বিতীয় কিস্তির টাকা। ২০ মে,মঙ্গলবার, তৃণমূল কংগ্রেসের তরফে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কথা জানানো হয়েছে জানানো হয়। সূত্রের খবর, মঙ্গলবার শিলিগুড়ির ডাবগ্রামের ভিডিওকন গ্রাউন্ডে আয়োজিত পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন মমতা। সূত্রের খবর, সেখান থেকেই এই প্রকল্পের সুবিধা প্রদান করবেন তিনি। যদিও আগেই মে মাসে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কথা আগাম জানিয়েছিল রাজ্য সরকার।

মঙ্গলে বাংলার ১২ লক্ষ মানুষের মখে হাসি ফোটাবেন মমতা

প্রসঙ্গত, এই 'বাংলার বাড়ি প্রকল্প'-এর আওতায় যুক্ত উপভোক্তারা বাড়ি তৈরির জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেয় নবান্ন। এই প্রকল্পের জন্য ৭ হাজার ২০০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্যের অর্থদপ্তর। মোট ২৮ লক্ষ উপভোক্তাকে এই সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় নবান্নের তরফে। ২০২৮ সালের ডিসেম্বর মাসে প্রথম পর্যায়ে মোট ১২ লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির ৬০ হাজার টাকা করে দেওয়া হয়। সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয় টাকা। এবার দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার পালা।

মঙ্গলে বড় চমক মমতা, কী সুখবর দেবেন মুখ্যমন্ত্রী?