কলকাতাঃ সামনেই রথযাত্রা (Rathyatra 2025)। আর এবারের রথযাত্রায় এক অনন্য বার্তা তুলে ধরবে কলকাতার ইসকনের রথ (Kolkata Iscon Rath)। বিশ্বজুড়ে যখন অশান্তি ছড়িয়েছে, ঘনীভূত হয়েছে যুদ্ধের আশঙ্কা তখন গোটা বিশ্বকে শান্তির বার্তা ছড়াবে এই রথ। ১৯৭৭ সাল থেকে ইসকন কলকাতার রথ চলেছে বোয়িং ৭৪৭ বিমানের চাকায়। তবে এবার ভারতীয় বায়ুসেনার সুখোই টানা হবে কলকাতার ইসকনের রথ। 'শান্তি আসুক বিশ্বে' এই বার্তা নিয়ে চলবে এই বিশেষ রথ। শক্তিশালী সামরিক চাকা দিয়ে টানা হবে এই রথ। রথযাত্রা উপলক্ষে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বসবে মেলা। সেই রথের মেলায় যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জগন্নাথদেবের দর্শনের পাশাপাশি আরতিও করবেন তিনি।
কলকাতার ইসকনের রথে এবার বিশেষ চমক
এই বছর ৫৪ বছরে পা দিল কলকাতা ইসকনের রথযাত্রা উৎসব। সেই উপলক্ষে থাকছে বিশেষ চমক। ইসকনের রথে উচ্চতা ৩৮ ফুট। রয়েছে বিশাল ছাউনি। রথের মধ্যে থাকবে বিশেষ আলপনা। রথে আলপনা দেবেন দক্ষিণী শিল্পীরা। ২৭ জুন দুপুর ১টায় বের হবে ইসকনের রথ। ইসকন মন্দির থেকে রথ যাবে অ্যালবার্ট রোডে। এরপর এসপিএম রোড, এটিএম রোড, চৌরঙ্গী রোড, এক্সাইড ক্রসিং, জেএলএন রোড, আউটরাম ঘাট হয়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এসে রথে থামবে। কোথায় রয়েছে রথ তা বাড়িতে বসেই ট্র্যাক করতে পারবেন আপনি। মোবাইল ফোনের মাধ্যমে ট্র্যাক করার বিশেষ প্রযুক্তি এনেছে কলকাতা ইসকন।
বাড়িতে বসে রথের গতিবিধি ট্র্যাক করতে পারবেন আপনিও, জানুন কীভাবে
যুদ্ধবিমান সুখোই এর চাকায় চলবে কলকাতার ইসকনের রথ।
শান্তি আসুক বিশ্বে, এই বার্তা নিয়েই এগিয়ে চলেছে কলকাতার ইসকনের জগন্নাথদেবের রথ!
কলকাতায় রথের মেলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যোগ দেবেন ৩ জুলাই।
জয় জগন্নাথ!#DighaJagannathTemple #JagannathDham #rathyatra pic.twitter.com/PDwm6T1bBK
— Banglar Gorbo Mamata (@BanglarGorboMB) June 25, 2025