Sonia Gandhi (Photo Credits: X)

চব্বিশের লোকসভা নির্বাচনের (Lok Sabha Elections 2024) পর প্রায় সমস্ত এক্সিট পোলের হিসাবই বলছে, তৃতীয়বারও প্রধানমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। বিজেপিও বেশ ফলাও করে এক্সিট পোলের পরিসংখ্যান প্রকাশ করেছে নিজের সোশ্যাল হ্যান্ডেল থেকে। ৪০০ আসন পারের লক্ষ্য নিয়েই নির্বাচনে নেমেছিল বিজেপি (BJP) এবং এনডিএ জোট (NDA)। বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোলের (2024 Lok Sabha Exit Poll) পরিসংখ্যানে মোদীর লক্ষ্যপূরণের স্পষ্ট ইঙ্গিত মিলেছে। তবে এই সমীক্ষা মানতে নারাজ বিরোধীরা। কংগ্রেস থেকে তৃণমূল, আপ বিরোধীদের 'ইন্ডিয়া' জোটের সকলেই এক্সিট পোলের পরিসংখ্যান উড়িয়ে দিচ্ছে। সোমবার কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী (Sonia Gandhi) এক্সিট পোলের বিরোধিতায় বললেন, 'ফলাফল এর বিপরীত হবে বলেই আমরা আশাবাদী'। উল্লেক্ষ্য, ৪ জুন, মঙ্গলবার লোকসভা নির্বাচনের ফল প্রকাশ।

আরও  পড়ুনঃতৃতীয়বারেও প্রধানমন্ত্রীর কুর্সিতে মোদী? এক্সিট পোলের প্রভাবে সপ্তাহের শুরুতে বড় লাফ শেয়ার বাজারে

এক্সিট পোল! 

এক্সিট পোলের পরিসংখ্যানে চটেছিলেন রাহুল গান্ধীও (Rahul Gandhi)। রবিবার ক্ষুব্ধ কংগ্রেস নেতা সাংবাদিকদের বলেন, 'এটা এক্সিট পোল নয়, এটা মোদী মিডিয়া পোল। তাঁর আকাঙ্ক্ষার পোল'।

দেখুন কী বললেন সনিয়া গান্ধী... 

রবিবারই এক সাক্ষাৎকারে তৃণমূল সুপ্রিমো এক্সিট পোলের পরিসংখ্যানকে 'প্রভাবিত করা হয়েছে' বলে মন্তব্য করেন। মমতা (Mamata Banerjee) বলেন, '২০১৬, ২০১৯ এবং ২০২১ কোন নির্বাচনের এক্সিট পোল বা বুথ ফেরত সমীক্ষা ফলাফলের সঙ্গে মেনেলি। এই সমস্ত এক্সিট পোল দু মাস আগেই লোক দিয়ে করে রাখা হয়েছিল। যা এখন মিডিয়াগুলো ব্যবহার করছে। এর কোন মূল্য নেই'।