কলকাতাঃ বাংলায় বড় অস্ত্রপাচার (Arms) রুখে দিল বহরমপুর (Berhampore)পুলিশ (Police)। গোপন সূত্রে খবর পেয়ে ৭টি আগ্নেয়াস্ত্র, ১৩টি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করল পুলিশ। গ্রেফতার হাবুল শেখ নামে এক ব্যক্তি। মুর্শিদাবাদ জেলা পুলিশ সূত্রে খবর,দীর্ঘদিন ধরে এই কারবারের সঙ্গে যুক্ত হাবুল। বিহারের মুঙ্গের থেকে অস্ত্র নিয়ে পাচার করত হাবুল ও তাঁর সাঙ্গপাঙ্গরা। সম্প্রতি বড়ঞ্চার এক ব্যক্তির সঙ্গে রফা হয়েছিল তার। কথামতো অস্ত্রগুলো পৌঁছে দিতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে সে। নওয়াদার পানুর রেল গেট এলাকায় হাবুলকে হাতেনাতে ধরে পুলিশ। তার থেকে উদ্ধার হয় ৭টি ৭.৬৫ এমএম বোরের পিস্তল, ১০ রাউন্ড বুলেট ১৩ টি ম্যাগাজিন। বাজেয়াপ্ত করা হয় একটি মোটরসাইকেল।
বহরমপুর থেকে গ্রেফতার কুখ্যাত পাচারকারী
হাবুলকে জেরা করে জানা যায়, বাংলাদেশের সঙ্গে অস্ত্রপাচারে জড়িত সে। এর আগে চারবার গ্রেফতার হয়েছিল হাবুল তা জানা গিয়েছে। ধৃতকে আদালতে তোলা হবে। আগামী ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানাবে পুলিশ। এই চক্রের অন্যান্য সদস্যদের সন্ধানে আরও অভিযান চলছে বলে জানানো হয়েছে পুলিশের তরফে।
বহরমপুর থেকে উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র, গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী
*স্পেশাল অপারেশনস গ্রুপ ও বহরমপুর থানার যৌথ অভিযানে বহরমপুরে গ্রেফতার অস্ত্র পাচারকারী*
গতকাল সকাল ন'টা নাগাদ নির্দিষ্ট খবরের ভিত্তিতে বহরমপুর থানার অন্তর্ভুক্ত নওদাপাড়া রেল গেটের কাছে যৌথ অভিযান চালায় মুর্শিদাবাদ স্পেশাল অপারেশনস গ্রুপ এবং বহরমপুর থানা।
অভিযান শেষে গ্রেফতার… pic.twitter.com/LrBbgDgJHJ
— West Bengal Police (@WBPolice) May 22, 2025