সিঙ্গুর থানার পুলিশ (ছবিঃX)

কলকাতাঃ অপহরণের (Kidnap) ৮ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত যুবক। গ্রেফতার চার। সিঙ্গুর (Singur) থানার পুলিশের তৎপরতায় গ্রেফতার হয় অভিযুক্তরা। ইতিমধ্যেই ধৃতদের আদালতে তোলা হয়েছে। অভিযুক্তদের পাঁচদিনের পুলিশি হেফাজত দেওয়া হয়েছে। জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুর সাড়ে তিনটে নাগাদ নিজের বাড়ি থেকে বের হন শেখ মাফুজ নামে এক যুবক। বয়স ২৪। কামারকুণ্ডুর বাসিন্দা। ঘণ্টা খানেকের মধ্যেই তাঁর মায়ের কাছে মুক্তিপণ চেয়ে ফোন আসে। সঙ্গে সঙ্গে পুলিশের দ্বারস্থ হয় মাফুজের পরিবার। তদন্ত শুরু করে সিঙ্গুর থানার পুলিশ। জানা যায়, হরিপালের কোনও এক এলাকা থেকে ফোনটি করা জয় মাফুজের বাড়িতে। ফোন নম্বর ট্র্যাক করা শুরু করে পুলিশের বিশেষ দল। এরপর শুক্রবার ভোরের দিকে হরিপালের হরপপাড় এলাকার একটি খেত থেকে উদ্ধার করা হয় মাফুজকে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয় শেখ নুরুল, শেখ জাহাঙ্গীর, শেখ শরিফ ও শেখ হরি নামে চার যুবককে। ধৃতরা মাফুজের পূর্ব-পরিচিত বলে পুলিশ সূত্রে খবর। কী কারণে এই অপহরণ তা খতিয়ে দেখছে পুলিশ।

বছর চব্বিশের যুবককে অপহরণ, ফিল্মি কায়দায় মুক্তিপণের দাবি, অবশেষে পুলিশের জালে ৪ অভিযুক্ত