নয়াদিল্লিঃ গানের (Song) যাদুতে তিনি মুগ্ধ করেছেন কোটি কোটি ভক্তের মন। তবে শুধু গান দিয়েই নয়, তাঁর মূল্যবোধ, সহজ-সরল জীবনযাপনও বারে বারে মুগ্ধ করে মানুষজনকে। তিনি আর কেউ নন, সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং (Arijit Singh)। এবার সস্ত্রীক উজ্জয়নের মহাকালেশ্বর মন্দিরে অরিজিৎ। নিয়ম মেনে দিলেন পুজো। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল সেই মুহূর্তের ভিডিয়ো। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, রবিবার ভোরে উজ্জয়নের বিখ্যাত মহাকালেশ্বর মন্দিরে পৌঁছন অরিজিৎ। সঙ্গে ছিলেন স্ত্রী কোয়েল রায়।
মহাকালেশ্বর মন্দিরে অরিজিৎ সিং, ভাইরাল ভিডিয়ো
এদিন অরিজিতের গায়ে ছিল 'মহাকাল' লেখা গেরুয়া ফতুয়া। গলায় ছিল লাল ওরনা। কপাটে শিবের তিলক কেটে নিয়ম মেনে পুজো দিতে দেখা যায় তাঁকে। পাশেই ছিলেন কোয়েল। তাঁর কপালেও আঁকা ছিল তিলক। স্বাভাবিকভাবেই কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল মন্দির চত্বরে। ভিড় এড়াতে ভোরবেলাই পুজো সারেন অরিজিৎ ও কোয়েল, এমনটাই অনুমান। প্রসঙ্গত, অরিজিতের গান পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। তবে সঙ্গীত শিল্পী অরিজিতের পাশাপাশি ব্যক্তি অরিজিৎ সিংকেও ভীষণভাবে ভালবাসেন সাধারণ মানুষ। তাঁর মূলুবোধ, সাদামাটা জীবনযাপন মুগ্ধ করে ভক্তদের। সাফল্যের শিখরে পৌঁছেও কীভাবে মাটির কাছাকাছি থাকা যায় তা যেন বারেবারে শিখিয়ে দেন তিনি।
সস্ত্রীক মহাদেবের দরবারে অরিজিৎ সিং
#WATCH | Madhya Pradesh: Singer Arijit Singh offered prayers at Mahakaleshwar Temple in Ujjain. pic.twitter.com/20pflLA1bE
— ANI (@ANI) April 20, 2025