দার্জিলিং: সিকিমে আকস্মিক ভয়াবহ বন্যা। বুধবার এই বন্যার (Floods) জেরে ১৪ জনের মৃত্যুর খবর মিলছে। ২৩ জন সেনা কর্মী সহ ১০২ জন নিখোঁজ। পাশাপাশি ১৬টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ১০০ জনেরও বেশি লোককে মাঙ্গান জেলার ডিকচুতে একটি নিকটবর্তী ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে। আকস্মিক এই ভয়াবহ বন্যাকে ‘বিপর্যয়’ ঘোষণা করল রাজ্য সরকার। পরিস্থিতি মোকাবিলায় রাজ্যে লাগু হলো বিপর্যয় মোকাবিলা আইন। সিকিমের লাচুং, লাচেনে প্রচুর পর্যটক আটকে রয়েছেন। বাংলার প্রায় ৩ হিজার পর্যটক আটকে আছেন। উদ্ধার অভিযান চলছে।
দেখুন
#WATCH | Sikkim flash floods | 16 houses damaged, more than 100 people taken to a relief camp in a nearby government school in Dikchu of Mangan District. Search and rescue operation is underway. pic.twitter.com/IwcA53DReh
— The Times Of India (@timesofindia) October 5, 2023
পশ্চিমবঙ্গের গভর্নর সিভি আনন্দ বোস (West Bengal Governor CV Ananda Bose) সিকেমের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
দেখুন
#WATCH | Flash floods | In Darjeeling, West Bengal Governor CV Ananda Bose says, "The situation is very disturbing. People have suffered and there is uncertainty even now. Flash floods are something that cause concern everywhere. We have to see what can be done immediately and… pic.twitter.com/VgMqF9pxlM
— ANI (@ANI) October 5, 2023
সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং মানুষকে সতর্ক থাকার আবেদন জানিয়েছেন।