নয়াদিল্লি: রাসপূর্ণিমায় জন্মেছিলেন শিখ (Sikh) ধর্মের প্রবর্তক গুরু নানক (Guru Nanak)। সেই উপলক্ষে এই সময়ে ভারত (India) তথা গোটা বিশ্ব থেকে প্রচুর শিখ পুণ্যার্থী (Sikh pilgrims) পাকিস্তানে (Pakistan) অবস্থিত গুরু নানকের স্মৃতি বিজাড়িত নানখানা সাহিব (Nankana Sahib) দর্শন করতে যান। এবার সেখানে যেতে চেয়ে ভারত থেকে ভিসার (Visa) আবেদন করা ৫৮৬ জন শিখ পুণ্যার্থীর আবেদন খারিজ করে দিল পাকিস্তান। যার জেরে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে ভারতে বসবাসকারী শিখ সম্প্রদায়ের মানুষদের মধ্যে।
এপ্রসঙ্গে শিরোমণি গুরুদ্বারা প্রবন্ধক কমিটির (Shiromani Gurdwara Parbandhak Committee) মুখপাত্র (spokesperson) হরভজন সিং বলেন, "গুরু নানক দেবের জন্মদিন উপলক্ষে ৬-১৫ নভেম্বর পাকিস্তানের নানখানা সাহিবে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে আগামী ৮ নভেম্বর গুরু নানক দেবের জন্মদিন পালন করবেন শিখ পুণ্যার্থীরা। তাই ভারত থেকে পাকিস্তানে যাওয়ার জন্য শিরোমণি গুরুদ্বারা প্রবন্ধক কমিটির তরফে ১৪৯৬ জনের ভিসার আবেদন করা হয়েছিল। তার মধ্যে ৯১০টি ভিসা মঞ্জুর করলেও ৫৮৬টি ভিসার আবেদন খারিজ করে দিয়েছে পাকিস্তান। মাত্র ১০ দিনের ভিসা দেওয়া হচ্ছে। তারপরেও এই ধরনের আচরণ কাম্য নয়। যাঁদের ভিসার আবেদন খারিজ হয়ে গেছে তাঁরা খুব ভেঙে পড়েছেন। সরকারের ধর্মীয় ভিসার আবেদন খারিজ করে দেওয়া উচিত নয়।"
তিনি আরও বলেন, "দুই দেশের সরকারের সেদেশে পৌঁছানো মাত্রই ভিসা দেওয়া উচিত। আটারি-ওয়াঘা সীমান্তে অবশ্যই ভিসা অফিস চালু করা উচিত। যে বাসগুলো আগে ব্যবহার করা হত পাকিস্তানে গুরুদ্বারা দর্শনের জন্য সেগুলিও বন্ধ রয়েছে। ওই বাসগুলি ফের চালু করা উচিত। যেমন দিল্লি-লাহোর বাস। অমৃতসর-নানখানা সাহিব মধ্যে চলাচলকারী সমঝোতা এক্সপ্রেসও বন্ধ রয়েছে। আমাদের উচিত ধর্মীয় স্থানগুলির মাধ্যমেই দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ স্থাপন করা।"
Sikh pilgrims express disappointment after rejection of 586 visas for Nankana Sahib in Pakistan
Read @ANI Story | https://t.co/bLyaBWkuz9#Sikhs #NankanaSahib #Pakistan pic.twitter.com/K81YVV7VK2
— ANI Digital (@ani_digital) November 6, 2022