সামান্য মোবাইল চুরির ঘটনা। অভিযুক্তকে পাকড়াও করতে গিয়ে হিমসিম খেতে হল দিল্লি পুলিশের আধিকারিকদের। পুলিশের হাতে ধরা পড়বে না বলে কার্যত গুলি ছোড়ে অভিযুক্ত। পাল্টা পুলিশ জবাব দিলে গুলি খেয়ে কাবু যুবক। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে দিল্লির গোকুলপুরী থানা এলাকার ডিডিএ পার্কে। জানা যাচ্ছে, গত ৩ ডিসেম্বর গোকুলপুরীর টিএসআর স্ট্যান্ড থেকে দেবানন্দ দাস নামে এক ব্যক্তির ফোন চুরি করে তিন যুবক। তাঁদের মধ্যে আরিফ নামে এক যুবককে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করে পুলিশ এবং ফোনও উদ্ধার হয়ে যায়।
তবে গোল বাধল আজ। এই ঘটনার তদন্তে নেমে পুলিশ গোপনসূত্রে জানতে পারে যে ডিডিএ পার্কে আরেক অভিযুক্ত ঘাপটি মেরে বসে আছে। তারপরেই তাঁকে গ্রেফতার করতে ঘটনাস্থলে যায় কয়েকজন পুলিশকর্মী। আর তখনই বিপদ বুঝতে পেরে তাঁদের উদ্দেশ্যে গুলি ছোড়ে অশ্বিনী নামে ওই যুবক। প্রথমে শান্তভাবে পুলিশ নির্দেশ দেয় হাতিয়ার নামিয়ে যেন সে আত্মসমর্পন করে। কিন্তু সেই নির্দেশ দেওয়ার পরেও গুলি ছোড়ে অভিযুক্ত। বাধ্য হয়ে পাল্টা জবাব দেয় পুলিশ। পুলিশের গুলি যুবকের পায়ে লাগে। আর তাতেই আহত হয়ে হাতিয়ার ফেলে দেয় সে।
এরপরেই অভিযুক্তকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এবং যুবকের বন্দুক ও তিন রাউন্ড গুলি উদ্ধার করে। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার অধীনে ৩০৪ (২)/৩(৫) ধারায় মামলা রুজু হয়েছে।