দিল্লি, ১৪ অগাস্ট: পাকিস্তান থেকে ভারতে এসে সচিন মীনার সঙ্গে একত্রবাস শুরু করেন সীমা হায়দর। যা প্রকাশ্যে আসতেই তা নিয়ে শুরু হয়ে য়ায় জোর শোরগোল। ভারতে আসার পর সীমা হায়দরকে নিয়ে শুরু হয় তদন্ত। সীমা পাক গুপ্তচর কি না,সে বিষয়ে তদন্ত শুরু করে উত্তরপ্রদেশ এটিএস। এসবের মধ্যে এবার 'হর ঘর তিরঙ্গা' উৎসবে যোগ দিলেন সচিন, সীমা। উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় নিজেদের আইনজীবী এপি সিংয়ের সঙ্গে হর ঘর তিরঙ্গা উৎসবে যোগ দেন সীমা হায়দর। বেশ কয়েকটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের তরফে উঠে আসে এমন খবর। শুধু তাই নয়, ভারতের ৭৭তম স্বাধীনতা দিবসের আগে তিরঙ্গা তুলে 'পাকিস্তান মুর্দাবাদ' বলে স্লোগান দিতেও শোনা যায় সীমা হায়দরকে। যে ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়।
BREAKING :
Ahead of Independence Day, Pakistan national Seema Haider was seen hoisting the Tricolour at her house in Noida as part of 'Har Ghar Tiranga Abhiyan'. #HarGharTiranga #SeemaHaider pic.twitter.com/9B4RpHfvHk
— Jan Ki Baat (@jankibaat1) August 14, 2023
সীমা হায়দর যখন 'পাকিস্তান মুর্দাবাদ' বলে স্লোগান দিচ্ছেন, সেই সময় ভারত থেকে যাওয়া অঞ্জুর ক্ষেত্রে দেখা গেল অন্য ছবি। পাকিস্তানের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নাসরুল্লার পাশে দাঁড়িয়ে অঞ্জুকে কেক কাটতে দেখা যায়।
*अपने फेसबुक फ्रेंड नसरुल्लाह से शादी करने के लिए पाकिस्तान के खैबर पख्तूनख्वा प्रांत पहुंची अंजू शनिवार को वहां आजादी के जश्न में शामिल हुई. अंजू ने यहां नसरुल्लाह के साथ मिलकर पाकिस्तान की यौम-ए-आजादी (स्वतंत्रता दिवस) का केक भी काटा#Anju #Pakistan pic.twitter.com/HC7w8vHvOL
— Shakti Ojha (@imShaktiojha) August 12, 2023
ফেসবুকের বন্ধু নাসরুল্লাকে বিয়ে করতে অঞ্জু রাজস্থান পেরিয়ে পাকিস্তানের খাইবার পাখতুনওয়ায় প্রবেশ করেন। এরপর নাসরুল্লাকে অঞ্জু বিয়ে করেছেন বলে খবর মেলে।