ভাইরাল ভিডিয়ো (ছবিঃX)

নয়াদিল্লিঃ উত্তরপ্রদেশ (Uttar Pradesh) নজিরবিহীন ঘটনা। শিক্ষা দফতরের আধিকারিকের উপর চড়াও প্রধান শিক্ষক(Head Master)। কর্মীদের সামনেই ওই আধিকারিককে বেল্ট দিয়ে মারার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে গোটা ঘটনা। জানা গিয়েছে, অভিযুক্ত স্কুল শিক্ষকের নাম বিজেন্দ্র কুমার বর্মা। উত্তরপ্রদেশের সীতাপুরের উত্তরপ্রদেশের। জানা গিয়েছে, এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছিল শিক্ষা দফতরে। সেই সূত্রেই সোমবার তাঁকে শিক্ষা দফতরে ডেকে পাঠানো হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করেন আধিকারিক অখিলেশ প্রতাপ সিংহ। কথাবার্তা চলতে চলতেই ঘটনা অন্যদিকে মোড় নেয়। আচমকা ক্ষিপ্ত হয়ে ওঠেন প্রধান শিক্ষক। প্রথমে ফাইল ছুঁড়ে ফেলে দেন তিনি। পরে কোমর থেকে বেল্ট খুলে একের পর এক আঘাত করতে থাকেন ওই আধিকারিককে। শেষে আর এক কর্মী এসে তাঁকে আটকান। আক্রান্ত আধিকারিক পুলিশে ফোন করতে চাইলে তাঁর ফোন কেড়ে নেওয়া হয় বলেও অভিযোগ। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ওই প্রধান শিক্ষককে বরখাস্ত করা হয়েছে বলে খবর।

সরকারি আধিকারিককে বেল্ট দিয়ে মার, ভাইরাল প্রধান শিক্ষকের কীর্তি