সইফ আলি খানের প্রথম পক্ষের স্ত্রী অভিনেত্রী অমৃতা সিং। তাদের সন্তান সারা ও ইব্রাহিম। ছোট থেকেই একসঙ্গেই বড় হয়েছেন তাঁরা। সারা বয়সে বড় তাই খুনসুটি চলতেই থাকে দুজনের। তবে ভাই অন্তঃপ্রাণ সারা। তাই মাঝেমধ্যেই ভাইকে নিয়ে ঘুরতে বেড়িয়ে পড়েন। এবার লণ্ডনে বাবা সইফ আলি খানের সাথে নিজের এবং ভাইয়ের ছবি পোস্ট করলেন ইনস্টাগ্রামে। সাথে ছিল আরেক ভাই তৈমুর আলি খান ও।
View this post on Instagram