উত্তরপ্রদেশ, ২ ডিসেম্বর: ফের ভয়াবহ পথদুর্ঘটনার কবলে উত্তরপ্রদেশ। মঙ্গলবার রাতে উত্তরপ্রদেশের কৌশাম্বী এলাকায় যাত্রীবাহী এসএউভি-র উপরে উল্টে গেল বালিবোঝাই ট্রাক (Sand-Laden Truck Overturns)। এর জেরে আট জনের মৃত্যু হয়েছে। মৃতদের প্রত্যেকেই দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির যাত্রী। ওই গাড়িতে চালক-সহ মোট ১০ জন ছিলেন। এদিকে বালি বোঝাই ট্রাকটি ছিল ওভারলোডেড। এনডি টিভির রিপোর্ট অনুযায়ী গাড়ির আর দুই যাত্রী গুরুতর আহত হওয়ায় তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থাই আশঙ্কাজনক। অন্যদিকে কেরালার কোচিতে যাত্রীবাহী বাস একটি গাছে ধাক্কা মারলে ২৫ জন আহত হয়েছে। এই ঘটনায় মৃত ১ জন। জানা গিয়েছে, সুপার ডিলাক্স বাসটি তিরুবনন্তপুরম থেকে কোঝিকোড়ে যাচ্ছিল। আরও পড়ুন-Daily Coronavirus Cases In India: ৫০ হাজারের নিচে নভেম্বরের দৈনিক সংক্রমণ, করোনার সেকেন্ড ওয়েভের বিপদ থেকে প্রায় মুক্ত ভারত
उत्तर प्रदेश के कौशांबी में भीषण सड़क हादसा, SUV पर बालू लदा ट्रक पलटने से 8 की मौतhttps://t.co/Ogbs7QVvHF
— NDTV India (@ndtvindia) December 2, 2020
বেশ কয়েকদিন আগে দিল্লি জয়পুর রাজ্য সড়কের উপরে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। যাত্রী বোঝাই বাসটি কোনওরকমে রাজ্য সড়কের উপরে থেকে যাওয়া হাইভোল্টেজ বৈদ্যুতিন তারের সংস্পর্শে আসে। এর জেরে বাসটিতে আগুন লেগে যায়। যার পরিণতি, তিন যাত্রীর মৃত্যু।