Daily Coronavirus Cases In India: ৫০ হাজারের নিচে নভেম্বরের দৈনিক সংক্রমণ, করোনার সেকেন্ড ওয়েভের বিপদ থেকে প্রায় মুক্ত ভারত
ভারতে করোনা (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ২ ডিসেম্বর: প্রতিদিন দেশে ১০ লাখেরও বেশি করোনা টেস্ট হলেও নভেম্বরের বেশিরভাগ দিনই দৈনিক সংক্রমণে ৫০ হাজারের (Countries Daily COVID-19 Case Count) নিচে ছিল। বুধবার স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া এই তথ্যই দাবি করে যে দেশে করোনার সংক্রমণে এবার নিম্নগতি এসেছে। স্বাস্থ্য মন্ত্রকের প্রদর্শিত গ্রাফে দেখা যাচ্ছে ২১ নভেম্বর থেকে ২ ডিসেম্বর এই সময়কালে দেশে দৈনিক সংক্রমণ ৫০ হাজারের নিচেই রয়েছে। যেখানে প্রতিদিন করোনা টেস্টের সংখ্যা ১০ লক্ষের কাছাকাছি হলেও পজিটিভ কেস ৫ শতাংশের নিচেই রয়েছে। আগে যখন ৭ নভেম্বর দেশের দৈনিক সংক্রমণ ৫০ হাজারের কোটা টপকে গিয়েছিল। সেই সময় মনে করা হচ্ছিল আমেরিকা ইউরোপের মতো ভারতেও করোনার সেকেন্ড ওয়েভ শুরু হতে চলেছে। আরও পড়ুন-Sunny Deol: করোনাভাইরাস পজিটিভ সানি দেওল, কুলুর ফার্ম হাউসে আইসোলেশনে অভিনেতা

যদিও দেশ করোনা সংক্রমণের সেকেন্ড ওয়েভকে রুখে দিতে সমর্থ হয়েছে। এরই নিদর্শন হিসেবে দেখা যায় যে, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, হরিয়ানা, রাজস্থান ও মধ্যপ্রদেশে করোনার অ্যাকটিভ কেস লক্ষ্যণীয় হারে কমেছে। পাঁচটি রাজ্যে সংক্রমণের গতি আগের তুলনায় বেশ কম। এই তালিকায় রয়েছে মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, কর্মাটক ও কেরালা। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এই তথ্য দেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব।