Sunny Deol: করোনাভাইরাস পজিটিভ সানি দেওল, কুলুর ফার্ম হাউসে আইসোলেশনে অভিনেতা
সানি দেওল (Photo Credits: Facebook)

কুলু, ২ ডিসেম্বর: এবার করোনা আক্রান্ত হলেন বলিউড অভিনেতা তথা গুরদাসপুরের বিজেপি সাংসদ সানি দেওল (Sunny Deol)। বছর ৬৪-র সানি দেওলের কাঁধে সম্প্রতি একটি অস্ত্রোপচার হয়েছে। তারপরেই তিনি বন্ধু বান্ধবদের নিয়ে কয়েকদিনের জন্য ছুটি কাটাতে চলে আসেন হিমাচল প্রদেশে। সেখানে কুলুতেই রয়েছে তাঁদের ফার্মহাউস। কয়েকদিন ফার্মহাউসে কাটানোর পর মুম্বইয়ে ফেরার তোরজোর করছিলেন অভিনেতা। বিমানে ওঠার আগে নিয়ম মেনে কোভিড টেস্ট করাতে হবে। সেই টেস্ট রিপোর্ট আসতেই জানান গেল, কোভিড পজিটিভ সানি দেওল। হিমাচল প্রদেশের স্বাস্থ্য সচিব অমিতাভ অবস্তি নিজে সানি দেওলের করোনা আক্রান্ত হওয়ার খবর জানালেন। সংক্রমণ নিয়ে আপাতত মুম্বইয়ে ফিরতে পারছেন না অভিনেতা। থাকতে হবে কুলুর ওই ফার্ম হাউসেই। আরও পড়ুন-Suvendu Adhikeri: ৪ মাস পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনালাপ শুভেন্দুর, দলে থাকছেন কাঁথির যুবনেতা?

আগামী বছরের মার্চেই “আপনে-২” ছবির শুটিং শুরু হচ্ছে। বাবা ধর্মেন্দ্র, ভাই ববি ছেলে রোহনের সঙ্গে সানি দেওল নিজেও অভিনয় করবেন এই ছবিতে। ছবি মুক্তির সম্ভাব্য সময়সীমা ২০২১-এর দীপাবলি। এবার দেওল পরিবারের তিন প্রজন্মকে এক সঙ্গে সেলুলয়েডে দেখবে দর্শক। এদিকে এই ছবি ঘিরে ইতিমধ্যেই নেপোটিজমের অভিযোগ উঠতে শুরু করেছে। নেটিজেনদের একাংশ ‘আপনে-২’ বয়কটেরও ডাক দিয়েছে। গুরু নানক জয়ন্তী উপলক্ষে সানি দেওল ও ববি দেওল ‘আপনে-২’ ছবির পোস্টার শেয়ার করেছে।