মুম্বই, ৩০ এপ্রিলঃ সলমন খানের (Salman Khan) বিয়ে নিয়ে তাঁর কিংবা তাঁর পরিবারের যত না ভাবনাচিন্তা তাঁর চাইতে বহুগুণ বেশি কৌতূহলী তাঁর অনুরাগীরা। কবে বিয়ে করবেন ভাইজান! এই প্রশ্নের উত্তরের অপেক্ষায় তামাম ভক্তকুল। তবে বিয়ে নয় বরং বিয়ে না করেই বাবা হতে চান সলমন খান। হ্যাঁ ঠিকই দেখছেন। সদ্য সেই তথ্যই ফাঁস করেছেন ভাইজান।
বাচ্চাদের প্রতি অভিনেতার রয়েছে অগাধ ভালোবাসা। তা তাঁর সকল অনুরাগীদেরই জানা। বোন অর্পিতা শর্মার (Arpita Sharma) ছেলে-মেয়েকে নিজের সন্তানের চাইতে কম কিছু ভালোবাসেন না তিনি। তবে সদ্য 'আপ কি আদালত'এ (Aap Ki Adalat) এসেছিলেন সলমন। শনিবার রাতে সম্প্রচারিত হয়েছে আপ কি আদালতের সেই এপিসোড। সঞ্চালক রজত শর্মার (Rajat Sharma) প্রশ্নবাণে জর্জরিত হয়েছেন বজরঙ্গি ভাইজান অভিনেতা। সাক্ষাৎকারের মাঝেই অভিনেতা প্রকাশ করেছেন, সন্তান দত্তক নিয়ে বাবা হতে চান তিনি।
বরাবরের মত এদিনের সাক্ষাৎকারেও সলমনের (Salman Khan) দিকে ধেয়ে এসেছিল সেই একই প্রশ্ন। বিয়ে নিয়ে কী ভাবছেন তিনি। উত্তরে দাবাং (Dabangg) অভিনেতা জানান, তিনি নিজের জন্যে স্ত্রী চান না। বরং চেয়েছিলেন বাবা হতে। সন্তান দত্তক নিয়ে তিনি বাবা হতে চেয়েছিলেন। কিন্তু ভারতীয় আইন তাঁকে সেই পদক্ষেপ নিতে বাধা দিচ্ছে। তবে তিনি এখনও হাল ছাড়েননি। সন্তান দত্তক নেওয়ার জন্যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
আপ কি আদালতে সলমন খান...
View this post on Instagram
কাজের প্রসঙ্গে, ঈদে (Eid 2023) প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সলমন খানের (Salman Khan) ‘কিসি কা ভাই কিসি কা জান’ (Kisi Ka Bhai Kisi Ki Jaan)। বক্স অফিসে ভাইজানের ছবির ব্যবসা মন্দের ভালো। এছাড়াও তাঁর হাতে রয়েছে ‘টাইগার থ্রি’ (Tiger 3)। ক্যাটরিনা কাইফের (Katrina Kaif) সঙ্গে জুটিতে ‘টাইগার’ (Tiger) ফ্রাঞ্চাইজির এই ছবি মুক্তি পাবে দিওয়ালিতে।