Saif Ali Khan attack case (Photo Credit: X@ANI)

অপরাধের দৃশ্য পুনরায় তৈরি করার উদ্দেশ্যে সইফ আলি খান হামলা মামলার অভিযুক্ত মহম্মদ শরিফুল ইসলাম শেহজাদকে সঙ্গে করে পুলিশ বিভিন্ন জায়গায় তদন্ত শুরু করেছে।পিটিআই সূত্র জানিয়েছে ১৬ জানুয়ারি সইফ আলি খানের উপর ছুরিকাঘাতের ঘটনার তদন্তের অংশ হিসাবে পুলিশ অভিযুক্তর একাধিক আঙ্গুলের ছাপ সংগ্রহ করেছে। মুম্বই পুলিশের এক কর্তা বলেন "স্থানীয় পুলিশ এবং ক্রাইম ব্রাঞ্চ অভিনেতার সতগুরু শরণ বিল্ডিং পরিদর্শন করেছে এবং তদন্তের অংশ হিসাবে আঙ্গুলের ছাপ সংগ্রহ করেছে। ফরেনসিক দলও ভবনটি পরিদর্শন করেছে,"। গতকাল রাত থেকেই অভিযুক্তকে নিয়ে ঘটনার পুনঃনির্মাণ করতে তৎপর হয়ে ওঠেন গোয়েন্দারা।  প্রথমেই তাঁকে নিয়ে যাওয়া হয় বান্দ্রা রেলওয়ে স্টেশনে।

বান্দ্রা রেলওয়ে স্টেশনে ঘটনার দৃশ্য নির্মান:

ন্যাশনাল কলেজ বাস স্টপে দৃশ্যের পুনঃনির্মানঃ

 যেখানে ঘটনাটি ঘটেছে সেই সতগুরু শরণ বিল্ডিং এ ঘটনার পুনরায় নির্মান করা হয়ঃ

 মুম্বাই পুলিশ শনিবার গভীর রাতে ওর্লির সেঞ্চুরি মিলের কাছে একটি স্টলে পরোঠা এবং জলের বোতলের জন্য গুগল পে এর মাধ্যমে করা একটি ইউপিআই লেনদেনের মাধ্যমে অভিযুক্তকে ট্র্যাক করে। এরপর ঘটনায় অভিযুক্ত  এবং ভারতে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশি নাগরিক মহম্মদ শরিফুল ইসলাম শেহজাদকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে তারা। মুম্বই পুলিশ দাবি করেছে যে অভিযুক্ত বাংলাদেশের ঝালকাটি জেলার বাসিন্দা। থানের হিরানন্দানি এস্টেটে আটক হওয়ার সময় তার নিজ গ্রামে পালিয়ে যাওয়ার কথা ছিল বলেও জানান পুলিশ কর্মকর্তা। ইতিমধ্য়েই ধৃতকে ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ঘটনার পুনর্নির্মাণ করিয়ে শরিফুলের বয়ানের সত্যতা যাচাই করতে চাইছে মুম্বই পুলিশ।