দক্ষিণ সুইজারল্যান্ডের (Western Switzerland) পার্বত্য এলাকার (mountainous) জঙ্গলে ভেঙে পড়ল একটি পর্যটক বোঝাই প্লেন (tourist plane)। এই ঘটনায় এখনও পর্যন্ত একাধিক জনের মৃত্যুর (several people dead) খবর পাওয়া গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় সময় সকাল ১০.২০ মিনিটে পশ্চিম সুইজারন্যান্ডের নেউচাটেল অফি সুইস কান্টন অঞ্চলের পন্টস-ডি-মারটেল এলাকার কাছে অবস্থিত একটি পার্বত্য জঙ্গল এলাকায় একটি ছোট পর্যটকদের জন্য ব্যবহত প্লেন ভেঙে পড়েছে। প্লেনের পাইলট ও দুজন যাত্রী ঘটনাস্থলেই মারা গেছেন।
প্রশাসন সূত্রে খবর, সুইজারল্যান্ডের রেজিস্টার করা ওই পর্যটক বিমানটি স্থানীয় চাউক্স ডি-ফন্ড বিমানবন্দর থেকে সাইটসিন দেখার জন্য রওনা দিয়েছিল। দুর্ঘটনার খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে গিয়ে কাজ করছে উদ্ধারকারী দল। আসলে নেউচাটেল পার্বত্য অঞ্চল খুব কঠিন পাথর দিয়ে তৈরি তাই কাজ করতে অসুবিধা হচ্ছে।
এখন পর্যন্ত এই দুর্ঘটনার কারণ জানা যায়নি। পুলিশের বিবৃতি অনুযায়ী, ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আরও পড়ুন: Zaragoza Fighter Jet: স্পেনের জারাগোজায় ভেঙে পড়ল স্প্যানিশ যুদ্ধবিমান, ভয়াবহ ভিডিয়ো
A tourist plane crashed in a mountainous area of western #Switzerland, reportedly leaving several people deadhttps://t.co/QdMA8GpV1s
— Hindustan Times (@htTweets) May 20, 2023