Russian Drone Attack (Photo Credit: X/Screengrab)

Russia-Ukraine War: ফের বড়সড় হামলা ইউক্রেনে (Ukraine)। এবার ইউক্রেনের খারকিভের (Kharkiv) একটি কিন্ডারগার্টেন স্কুলে আছড়ে পড়ে রাশিয়ার (Russia) ড্রোন (Russian Drone)। যার জেরে একজনের যেমন মৃত্যুর খবর মেলে, তেমনি ৭ জন আহত বলে জানা যায়। রাশিয়ার ড্রোন পড়তেই সঙ্গে সঙ্গে ওই ছোটদের স্কুল থেকে বাচ্চাদের সরানোর কাজ শুরু হয়। খুব সাবধানে এবং নিরাপদে কিন্ডারগার্টেন স্কুল থেকে বাচ্চাদের সরানো হয় বলে রিপোর্টে প্রকাশ।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার ড্রোন হামলার খবর প্রকাশ করেন নিজের সোশ্যাল হ্যান্ডেলে। যেখানে মস্কো কীভাবে খারকিভের উপর হামলা চালায়, তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেন জেলেনস্কি। পাশাপাশি যাঁর মৃত্যু হয়েছে, তাঁর পরিবারকে সহমর্মিতা জানান ইউক্রেনের প্রেসিডেন্ট। সেই সঙ্গে আহতরা যাতে শিগগিরই সুস্থ হয়ে ওঠেন, তারও প্রার্থনা জানান ইউক্রেনের প্রেসিডেন্ট।

খারকিভে হামলার পর কী লিখলেন জেলেনস্কি দেখুন...

 

সেই সঙ্গে রাশিয়াকে 'জঙ্গি' দেশ বলে সম্মোধন করেন জেলেনস্কি। জঙ্গিরা ক্ষমতার জোরে সব জায়গা যেমন করে দখল করতে চায়, রাশিয়াও সেই একই কাজ করছে বলে মন্তব্য করেন ইউক্রেনের প্রেসিডেন্ট।