মোহন ভাগবত (Photo Credits: ANI)

হায়দরাবাদ, ২৬ ফেব্রুয়ারি: অখণ্ড ভারতের প্রয়োজনীয়তা রয়েছে যা পাকিস্তান ও আফগানিস্তানের জন্য ভালই হবে। কেননা এই দুটি দেশই ভারত থেকে আলাদা হয়ে গেছে। বৃহস্পতিবার এক বই প্রকাশের অনুষ্ঠানে একথা বলেন আরএসএস প্রধান মোহন ভাগবত (RSS Chief Mohan Bhagwat)। পাকিস্তান ও আফগানিস্তানকে “আমাদের” বলেছেন মোহন ভাগবত। এখানকার মানুষ কী করে সেসব নিয়ে মাথা ঘামাচ্ছেন না তিনি, তাও বক্তব্যের সঙ্গে জুড়ে দেন। এই প্রসঙ্গে সংবাদ সংস্থা টাইমস অফ ইন্ডিয়াকে মোহন ভাগবত বলেন, “আমরা পাকিস্তান ও আফগানিস্তানকে আমাদের মনে করি। একদা এই দুটি দেশে ভারতেই ছিল। তারা কি খাচ্ছে বা কী করছে তানিয়ে আমাদের মাথাব্যথা নেই। এটা কলোনিয়ালিজম নয়। পৃথিবী একটাই পরিবার, ভারত তা বিশ্বাস করে।” আরও পড়ুন-Mukesh Ambani House: জিলেটিন স্টিক-সহ উড়িয়ে দেওয়ার হুমকি চিঠি আম্বানিকে, মুম্বইয়ে জারি চূড়ান্ত সতর্কতা

মোহন ভাগবত আরও বলেন, “বোকাদের স্বপ্ন হিসেবে ভারত ভাগের মতো আবর্জনাকে জওহরলাল নেহরু প্রশ্রয় দিয়েছিলেন। একই কিছু ঘটতে পারে। ব্রিটিশ রাজত্বকালে লর্ড ওয়াভেল ব্রিটেনের পার্লামেন্টে বলেছিলেন, ঈশ্বর ভারতে এককভাবে তৈরি করেছিলেন। এবার তা ভাগ হতে চলেছে। আবার যখন একতার কথা বলি, তখন কিন্তু শক্তি প্রদর্শন আলোচ্য থাকে না। মানুষই হয় মুখ্য। অখণ্ড ভারত কিন্তু কলোনিয়ালিজমের প্রতিষ্ঠা নয়। সনাতন ধর্ম সবাইকে এক সূত্রে বেঁধেছে। যাকে আমরা হিন্দু ধর্মবলে থাকি। অখণ্ড ভারত আসলে একটি ধারণা। এই অনুসারে ভারত, পাকিস্তান, নেপাল, আফগানিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভুটান, মায়ানমার সবমিলিয়ে একটাই জাতি।”