নয়াদিল্লি: মধ্যপ্রদেশের জব্বলপুর (Jabalpur) জেলার একটি ক্ষুদ্র ফাইন্যান্স ব্যাংকের শাখা থেকে হেলমেট পরা পাঁচ ডাকাত ১৪.৮ কেজি সোনা (Gold) এবং ৫ লক্ষ টাকা নগদ লুট হয়েছে। জবলপুর গ্রামীণ এলাকার অতিরিক্ত পুলিশ সুপার সূর্যকান্ত শর্মা বলেন, ডাকাতরা জেলা সদর দপ্তর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত সেহোর তহসিলের ব্যাংকের শাখা থেকে লকারে রাখা ১৪.৮৭৫ কেজি সোনা এবং ৫ লক্ষ টাকা নগদ লুট করে। ডাকাতরা দুটি মোটরসাইকেলে এসে হেলমেট পরে ইএসএএফ স্মল ফাইন্যান্স ব্যাংকের শাখায় প্রবেশ করে।
আরও পড়ুন: Double Murder In UP: বোন ও তাঁর প্রেমিককে ঠাণ্ডা মাথায় খুন, রাখি পূর্ণিমায় গ্রেফতার দাদা
তিনি আরও বলেন, ব্যাংক শাখায় কোনও নিরাপত্তারক্ষী ছিল না। ঘটনার সময় ছয়জন কর্মী ছিলেন। ডাকাতরা সকাল ৮.৫০ মিনিটে শাখায় প্রবেশ করে এবং ৯.০৮ মিনিটে বেরিয়ে আসে। তারা মোটরসাইকেলে করে পালিয়ে যায়। আমরা সিসিটিভি ক্যামেরা স্ক্যান করেছি। তাদের হাতে কোনও অস্ত্র ছিল না।