নয়াদিল্লিঃ আগেই খুন (Murder) করা হয়েছিল বোনের প্রেমিককে(Boyfriend)। এবার বাদ গেলে না বোনও। রাখির (Raksha Bandhan 025) দিন দাদার হাতে খুন বোন ও তাঁর প্রেমিক। হাড়হিম করা ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ঝাঁসির গারোথা এলাকায়। নিহতদের নাম কুমারী সহোদর ওরফে পুট্টি ও বিশাল। পুট্টি ও বিশালের বয়স মাত্র ১৯। স্থানীয় সূত্রে খবর, সম্প্রতি বিশালের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে পুট্টির। বোনের এই সম্পর্ক মেনে নিতে পারছিল না দাদা অরবিন্দ। তাই দুজনকে খুনের পরিকল্পনা করে সে। পরিকল্পনামাফিক আগেই বিশালকে খুন করে সে। এরপরই রাখির দিন ঝাঁসির চন্দ্রপুরা গ্রামের একটি নির্জন এলাকা থেকে উদ্ধার হয় পুট্টির দেহ। পুলিশ সূত্রে খবর, এদিন বোনের কাছ থেকে রাখিও পরে অরবিন্দ। এরপরই বোনকে হত্যা করে সে। এরপর একটি মন্দিরের পাশে দেহ ফেলে রেখে চলে যায় সে। ইতিমধ্যেই জোড়া খুনের দায়ে অরবিন্দকে গ্রেফতার করেছে পুলিশ।
জোড়া খুনের দায়ে গ্রেফতার যুবক
উল্লেখ্য, গত ৭ অগস্ট গুধা গ্রাম থেকে উদ্ধার হয় বিশালের দেহ।জানা গিয়েছে, মাস চারেক আগে বাড়ি ছেড়ে পালায় বিশাল ও পুট্টি। পরে তাঁদের বাড়ি ফিরে আসতে রাজি করানো হয়। দুই পরিবারের মধ্যে পারস্পরিক মীমাংসাও হয়। কিন্তু মন থেকে বোনের এই সম্পর্ক মেনে নিতে পারেনি অরবিন্দ। এরপরই তাঁদের খুনের পরিকল্পনা করে ফেলে সে। গত ৭ অগস্ট কাজ পাইয়ে দেওয়ার নাম করে ডেকে বিশালকে খুন করা হয়। আর রাখির পরে ডাক্তার দেখাতে যাওয়ার নাম করে পুট্টিকে খুন করা হয়।
বোন ও তাঁর প্রেমিককে ঠাণ্ডা মাথায় খুন, রাখি পূর্ণিমায় গ্রেফতার দাদা
STORY | Under probe for her lover's murder, man kills sister on Rakhi in UP's Shahjahanpur
READ | https://t.co/aVwPDLEmiM pic.twitter.com/CaWHgdZJk6
— Press Trust of India (@PTI_News) August 10, 2025