Jhansi News: ঝাঁসির হাসপাতালে বিধ্বংসী (Jhansi Hospital Fire) আগুন গিলে খেয়েছে ১০ সদ্যজাতকে। হাসপাতাল চত্বর জুড়ে কেবলই গুঞ্জিত হচ্ছে সন্তানহারা বাবা-মায়েদের হাহাকার। অকাতরে তাঁরা বলে চলেছেন, 'আমার বাচ্চা মরেছে, কে ফেরাবে আমার বাচ্চাকে'।
আরও পড়ুনঃ ঝাঁসির হাসপাতালে বিধ্বংসী আগুন, গিলে খেল ১০ সদ্যজাতকে
শুক্রবার রাত সাড়ে ১০টা নাগাদ উত্তরপ্রদেশের (Uttar Pradesh) ঝাঁসি মহারানি লক্ষ্মীবাঈ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (Maharani Laxmibai Medical College) আগুন লাগে। অগ্নিকাণ্ডের জেরে প্রাণ গিয়েছে ১০ শিশুর। উদ্ধার করা হয়েছে প্রায় ৩৭ জন শিশুকে। তাঁদের অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে। এমন স্পর্শকাতর ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi), উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও (Yogi Adityanath)। মৃত শিশুদের পরিবার কিছু কেন্দ্র এবং রাজ্য সরকারের তরফে ক্ষতিপূরণের ঘোষণাও করা হয়েছে।
সন্তানহারা বাবা-মায়ের কাতর কান্না...
Breaking: In a heart wrenching incident, 10 newborns died after NICU at Jhansi Medical College in UP's Jhansi district caught fire. pic.twitter.com/R7hRyHfV5Y
— Piyush Rai (@Benarasiyaa) November 15, 2024
প্রধানমন্ত্রী তহবিল থেকে মৃত শিশুদের পরিবার পিছু ২ লক্ষ এবং আহতদের পরিবার পিছু ৫০,০০০ টাকা করে দেওয়ার ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রী যোগীও ঝাঁসির হাসপাতালে মৃত সদ্যজাতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করেছেন। তবে মোটা টাকার ক্ষতিপূরণ কি সন্তানহারা বাবা-মায়েদের কোল পূরণ করতে পারবে! ঝাঁসির হাসপাতালের শিশু বিভাগে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রশাসনের তরফে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।