Jhansi Hospital Fire (Photo Credits: X)

হাসপাতালে বিধ্বংসী আগুন (Jhansi Hospital Fire)। মৃত্যু হয়েছে অন্ততপক্ষে ১০ সদ্যজাতের। শুক্রবার রাতে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) ঝাঁসি মহারানি লক্ষ্মীবাঈ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (Maharani Laxmibai Medical College) অগ্নিকাণ্ডের ঘটনটি ঘটে। হাসপাতালের এনআইসিইউ-এ (নিওনেটাল ইন্টেন্সিভ কেয়ার ইউনিট) আগুন লাগে বলে জানা গিয়েছে। হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় তুমুল চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খালি হয়েছে বহু মায়ের কোল। ঘটনায় শোক প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)।

হাসপাতাল সূত্রে খবর, রাত ১০টা নাগাদ ঝাঁসি মেডিক্যাল কলেজের শিশু বিভাগে আগুন লাগে। হাসপাতালে আগুন লাগার খবর পাওয়া মাত্রই সেখানে পৌঁছয় দমকল। শুরু হয় আগুন নেভানোর কাজ। তবে দমকল পৌছনোর আগেই হাসপাতালের জানলা ভেঙে অনেক চিকিৎসক এবং কর্মীরা বেরিয়ে আসতে সক্ষম হন। কিন্তু ভিতরেই থেকে যায় শিশুরা। অগ্নিকাণ্ডের জেরে প্রাণ গিয়েছে ১০ শিশুর। উদ্ধার করা হয়েছে প্রায় ৩৭ জন শিশুকে। তাঁদের অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে।

দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুনটি লেগেছে। সদ্যজাত সন্তানদের হারিয়ে কান্নার ঢোলে পড়েছে তাদের পরিবার। হাসপাতালে আগুন লেগে শিশু মৃত্যুর ঘটনায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এক্স হ্যান্ডেলে লেখেন, 'ঝাঁসি মেডিক্যাল কজেল ও হাসপাতালের এনআইসিইউ-তে আগুন লেগে শিশু মৃত্যুর ঘটনা অত্যন্ত দুঃখজনক। মৃতদের আত্মার শান্তি কামনা করি। আহতরা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে'।