
নয়াদিল্লিঃ প্রকাশ্যে দিবালোকে চলল গুলি। পাটনায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু মা-মেয়ের। গুলিতে আহত স্বামী। হাসপাতালে চিকিৎসাধীন তিনি। এলাকার মাদল কারবারের প্রতিবাদ জানানোর জেরেই খুন বলে অভিযোগ। এই ঘটনার পরই বিহারের আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে নীতিশ কুমার সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন ষ্ট্রীয় জনতা দলের নেতা তেজস্বী যাদব।
অন্যায়ের প্রতিবাদ করায় খুন মা-মেয়ে, গুলিবিদ্ধ মৃত মহিলার স্বামী
জানা গিয়েছে, সোমবার অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির গুলিতে নিহত হন মহালক্ষ্মী মেহেতা নামে এক মহিলা এবং তাঁর ১৯ বছরের মেয়ে। মহালক্ষ্মী একজন অবসরপ্রাপ্ত নার্স। গুলিতে আহত হন তাঁর স্বামী ধনঞ্জয় মেহেতা। তাঁর পায়ে গুলি লেগেছে বলে খবর। বর্তমানে পাটনার নালন্দা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনি। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে,ধনঞ্জয়ের বাড়ির পাশেই প্রত্যেকদিন মাদক নিত একদল যুবক। এর প্রতিবাদ জানিয়েছিলেন মহালক্ষ্মী। সেই নিয়ে দু'পক্ষের মধ্যে কথা কাটাকাটিও হয়। পুলিশের কাছে অভিযোগও জানান ধনঞ্জয়। এরপরই মহালক্ষ্মী এবং তাঁর মেয়েকে লক্ষ্য কওরে গুলি চালায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি। পুলিশের অনুমান, যে যুবকদের সঙ্গে বচসায় জড়ান মহালক্ষ্মী এবং তাঁর পরিবার, তাঁরাই এই ঘটনা ঘটিয়েছে। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
বাড়ির পাশে নেশার ঠেক, প্রতিবাদ করায় প্রকাশ্যে মা-মেয়েকে গুলি করে খুন
🚨 🚨 #BreakingNews Mother-daughter shot dead as gunmen open fire at 3 of family in Patna https://t.co/DCRS06VxIQ
Motherdaughter shot dead as gunmen open fire at of family in Patna#TrendingNews #BigBreaking
— Instant News ™ (@InstaBharat) June 9, 2025