নয়ডা, ১ সেপ্টেম্বর: অর্ডার অনুযায়ী খাবার পেতে দেরি হওয়ায় রেস্তরাঁর মালিককে খুন করল সুইগির ডেলিভারি বয় (Swiggy Delivery Boy)৷ বুধবার বেলা ১২টা বেজে ১৫ মিনিটে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গ্রেটার নয়ডায় (Noida)৷ মৃতের নাম সুনীল৷ গ্রেটার নয়ডা মিত্র সোসাইটিতে তাঁর খাবার সরবরাহকারী রেস্তরাঁ রয়েছে৷ যার নাম জ্যাম জ্যাম৷ অভিযুক্ত ডেলিভারি বয় সুনীলকে খুন করেই উধাও হয়েছে৷ পলাতক অভিযুক্তকে এখনও চিহ্নিত করা গেছে কি না তা স্পষ্ট নয়৷ পুলিশ জানিয়েছে, চিকেন বিরিয়ানি, ও লুচি তরকারি নিতে সুইগির এক ডেলিভারি বয় এদিন জ্যাম জ্যাম রেস্তরাঁয় আসে৷ আরও পড়ুন-WhatsApp Bans 3 Million Indian Accounts: ৪৬ দিনে ৩০ লাখ ভারতীয় ইউজারকে ব্লক করল WhatsApp, কেন জানেন?
প্রায় সঙ্গে সঙ্গেই ডেলিভারি বয়ের হাতে চিকেন বিরিয়ানি পার্সেল ধরিয়ে দেন রেস্তরাঁর কর্মী নারায়ণ৷ সেই সঙ্গে বলেন, লুচি তরকারির পার্সেল আসতে একটু দেরি হবে৷ একথা শুনে বেজায় চটে যায় ওই ডেলিভারি বয়৷ এক কথা দু’কথায় শুরু হয়ে যায় বচসা৷ উত্তপ্ত বাক্য বিনিময় শুনতে পেয়েই পরিস্থিতি সামাল দিতে আসেন রেস্তরাঁ মালিক সুনীল৷ দুজনকেই শান্ত করার চেষ্টা করেন তিনি৷ কিন্তু হিতে বিপরীত হত৷ সুনীলের কথা শুনে শান্ত হওয়া যেমন তেমন, সঙ্গে সঙ্গেই তাঁর মাথা লক্ষ্য করে গুলি চালিয়ে দেয় সুইগির ডেলিভারি বয়৷ তৎক্ষণাৎ মাটিতে পড়ে যান সুনীল৷ বেগতিক বুঝে অকুস্থল থেকে চম্পট দেয় অভিযুক্ত ডেলিভারি বয়৷
এদিকে মালিককে আশঙ্কাজনক অবস্থায় তড়িঘড়ি স্থানীয় যথার্থ হাসপাতালে নিয়ে যান রেস্তরাঁ কর্মী নারায়ণ-সহ বাকিরা৷ কর্তব্যরত চিকিৎসকরা সুনীলকে দেখেই মৃত বলে ঘোষণা করেন৷ এদিকে প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছে যে পলাতক ডেলিভারি বয় মদ্যপ অবস্থায় ছিল৷ সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রেস্তরাঁ মালিককে খুন করার কাজে ডেলিভারি বয়কে সাহায্য করছে আরও একজন৷ অভিযুক্তদের চিহ্নিত করতে সিসিটিভি ফুটেজের কপি ভালভাবে খতিয়ে দেখা হচ্ছে৷ পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা খুব শিগগির ধরা পড়বে৷ গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে৷