নয়া দিল্লি, ১০ জানুয়ারিঃ নিয়ম লঙ্ঘনের দায়ে পাঁচটি সমবায় ব্যাঙ্কের উপর মোটা অঙ্কের আর্থিক জরিমানা আরোপ করেছে ‘রিসার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’ (Reserve Bank Of India)। কেন্দ্রীয় ব্যাঙ্কের বেশ কিছু নির্দেশ অমান্য করার জন্যেই এই জরিমানা চাপানোর সিদ্ধান্ত নিয়েছে আরবিআরি (RBI Penalty on 5 Banks)।
যে পাঁচ সমবায় ব্যাঙ্কের উপর আর্থিক জরিমানা চাপানো হয়েছে সেগুলি হল, শ্রী মহাযোগী লক্ষম্মা কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড (কুর্নুল, অন্ধ্রপ্রদেশ), আত্তুর টাউন কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড (আত্তুর, সালেম জেলা, তামিলনাড়ু), গোন্দিয়া জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্ক লিমিটেড (গোন্দিয়া, মহারাষ্ট্র), শিরপুর পিপলস কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড (শিরপুর, মহারাষ্ট্র), তিরুপতি আরবন কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড (নাগপুর, মহারাষ্ট্র)।
ভারতীয় রিসার্ভ ব্যাঙ্কের তরফে একটি রিলিজ প্রকাশ করা হয়েছে। যেখানে উল্লেখ করা হয়েছে, ওই পাঁচটি সমবায় ব্যাঙ্কের উপর আরোপিত জরিমানার অঙ্ক ৫০ হাজার থেকে ৩ লক্ষ টাকা। তবে কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফে এও জনান হয়েছে, এই পদক্ষেপটি নেওয়া হয়েছে কেবলমাত্র কিছু নিয়ম লঙ্ঘনের জন্যে। নির্দিষ্ট সমবায় ব্যাঙ্কগুলো সঙ্গে তাঁদের গ্রাহকদের লেনদেন কিংবা চুক্তির সঙ্গে এই জরিমানার কোন সম্পর্ক নেই।