Mehendi (Photo Credit: X)

Eid Ul-Fitr: রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। ঈদুল ফিতর (Eid Ul-Fitr) বিশ্বের মুসলমান সম্প্রদায়ের মানুষের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। প্রচলিত অর্থে ঈদ মানে আনন্দ বা খুশি। ঈদের আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি। খুশির ঈদে খাওয়া দাওয়া মজা করার পাশাপাশি মানুষ তাঁর সুন্দর হাতদুটিকে মেহেন্দির (Mehndi) রঙে রাঙিয়ে তোলেন। নতুন জামাকাপড় পরার পাশাপাশি হাত দুটি মেহেন্দির রঙে রাঙা হলে আরও ঈদ আরও স্মরণীয় হয়ে উঠবে। আপনার জন্য আজ আমরা নিয়ে এসেছি জনপ্রিয় কিছু সুন্দর এবং আকর্ষণীয় মেহেন্দি ডিজাইন।

ঈদের আকর্ষণীয় মেহেন্দি ডিজাইন

 

মেহেন্দি মেহেন্দি ডিজাইন

 

আকর্ষণীয় মেহেন্দি ডিজাইন